পবিত্র রমজানের প্রস্তুতিতে ব্যস্ত কানাডার মুসলিম সম্প্রদায়

কানাডার উনিপেগ গ্র্যান্ড মসজিদে তারাবিহর নামাজছবি: শোয়েব রহমান খান

প্রথম তারাবিহর নামাজ আদায়ের পর কানাডার মুসলিম সম্প্রদায় পবিত্র রমজান মাসের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশটির বিভিন্ন মসজিদে মুসল্লিরা তারাবিহর নামাজে অংশ নেন, যা পবিত্র রমজানের আনুষ্ঠানিক শুরুর প্রথম ধাপ। টরন্টো, মন্ট্রিয়াল, ভ্যানকুভার, সাসকাচুয়ান, রেজাইনা, উনিপেগসহ বিভিন্ন শহরের মসজিদগুলোয় ধর্মপ্রাণ মুসলমানদের ভিড় লক্ষ করা গেছে।

বিভিন্ন মসজিদের পাশাপাশি বড় শহরগুলোয় স্কুলের জিমনেশিয়াম, চার্চ, ডে-কেয়ারসহ বিভন্ন জায়গায় তারাবিহর নামাজের ব্যবস্থা করা হয়েছে। তারাবিহর নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে পবিত্র রমজানের শুভেচ্ছা বিনিময় করেন।

পবিত্র রমজান উপলক্ষে সুপারমার্কেট ও হালাল গ্রোসারি দোকানগুলোয় কেনাকাটার ব্যস্ততাও বেড়েছে। খেজুর, নানা ধরনের ফল ও হালাল মাংস কিনতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। দোকানগুলো পবিত্র রমজান উপলক্ষে মুসলিমদের প্রিয় বিভিন্ন খাবারের ওপর ছাড় দিয়েছে।

কানাডার বিভিন্ন ইসলামিক সেন্টার ও সংগঠন ইফতার ও সাহ্‌রির আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। অনেক মসজিদে এবারও বিনা মূল্যে ইফতারি সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং অন্য রাজনৈতিক নেতারাও মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় ট্রুডো বলেন, ‘রমজান সবার জন্য আত্মশুদ্ধি, সহানুভূতি ও সম্প্রদায়ের সঙ্গে সংযুক্ত থাকার সময়। কানাডার মুসলিম সম্প্রদায়কে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।’

উল্লেখ্য, ২০২১ সালের আদমশুমারি অনুযায়ী কানাডার মোট মুসলিম নাগরিকের সংখ্যা ১৭ লাখ ৭৫ হাজার ৭১৫ জন, যা দেশটির মোট জনসংখ্যার ৪ দশমিক ৯ শতাংশ। ২০০১ সালে কানাডায় মুসলিম জনসংখ্যা ছিল ৫ লাখ ৭৯ হাজার ৬৪০ জন, যা সে সময়ে দেশটির মোট জনসংখ্যার ২ শতাংশ।

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]