সিডনিতে বাংলাদেশিরা উদ্‌যাপন করেছে বিশ্ব প্রকৌশল দিবস

অনুষ্ঠানের একাংশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্ব প্রকৌশল দিবস উপলক্ষে উদ্‌যাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। ৪ মার্চ সিডনির রকডেলে এ অনুষ্ঠানের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, অস্ট্রেলিয়া চ্যাপ্টার। অনুষ্ঠানে দুই শতাধিক বাংলাদেশি প্রকৌশলী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক প্রকৌশল জোট ওয়াশিংটন অ্যাকর্ডের বাংলাদেশকে পূর্ণাঙ্গ স্বীকৃতি প্রাপ্তি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যালায়েন্সের সহসভাপতি ও ওয়াশিংটন অ্যাকর্ডের সভাপতি ইমেরিটাস অধ্যাপক এলিজাবেথ টেলর, ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী, ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া সিডনির সভাপতি অধ্যাপক অলিভিয়া মির্জা, সিডনির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মো. সাখাওয়াৎ হোসেন, বোর্ড অব অ্যাক্রিডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক এ এফ এম সাইফুল আমিন ও সদস্যসচিব অধ্যাপক কাজী বায়েজিদ কবির, বিজনেস ডেভেলপমেন্ট রিলেশনশিপ অ্যান্ড পার্টনারশিপ ম্যানেজমেন্টের চেতক কেবরাসহ আরও অনেকে। অনুষ্ঠানের শেষ অংশে উপস্থিত অতিথিরা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন ও অমিয় মতিনের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

অনুষ্ঠানের একাংশ
ছবি: সংগৃহীত

এ উপলক্ষে একটি স্মৃতিচিহ্ন উম্মোচিত করেন হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী। এ ছাড়া ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, অস্ট্রেলিয়া চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী আবদুল মতিন অনুষ্ঠান নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা এখানে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা ও পেশার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছি।’