সিডনিতে প্রাক্তন ভিকারুননিসার ছাত্রীদের পুনর্মিলনী

অনুষ্ঠানের একাংশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে হয়ে গেল ঢাকার ঐতিহ্যবাহী ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান। গত রোববার সিডনির স্থানীয় একটি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বসবাসরত ভিকারুননিসা নূনের প্রাক্তন ছাত্রী এবং তাঁদের পরিবার-পরিজনসহ ছয় শতাধিক অতিথির সমাগমে মুখর ছিল। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। পুনর্মিলনীতে তহবিল সংগ্রহ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের একাংশ প্রাক্তন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

পুনর্মিলনীর একাংশে ভিকারুননিসা নূনের প্রাক্তন ছাত্রীদের সহযোগিতায় পরিচালিত বিভিন্ন সমাজসেবা কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরা হয়। এবারের পুনর্মিলনী আয়োজনে পারিবারিক নির্যাতনের শিকার নারীদের জন্য তহবিল সংগ্রহ করা হয়, যার পরিমাণ প্রায় চার লক্ষ টাকা।

পুনর্মিলনীকে কেন্দ্র করে প্রকাশিত ম্যাগাজিন ‘নূন সমীরণ’–এর মোড়ক উন্মোচন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি ও টক শো ইত্যাদি। ভবিষ্যতে সবার সার্বিক মঙ্গল কামনা করে অনুষ্ঠানের ইতি টানেন আয়োজক সংগঠন ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়া’র বর্তমান সভাপতি মাহবুবা খানম মুক্তা।