মিশিগানে ৫৯তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবস উদ্যাপন
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে গত রোবাবর (২৪ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান–এর উদ্যোগে ৫৯তম চবি প্রতিষ্ঠা দিবস উদ্যাপন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ মঈন দীপু। বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আহ্বায়ক লুৎফর রহমান স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি মো. নাজমুল হুদা, কনসাল জেনারেল বাংলাদেশ, নিউইয়র্ক, শাহ আব্দুল খলিছ মিনার, অলিউর রহমান, লুৎফুল বারী নিয়ন, মোস্তফা কামাল, কাজী এবাদুল ইসলাম, সাহেদুল ইসলাম, মোহাম্মদ আফতাব প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে কৌতুক পরিবেশন করেন জিয়াউল আলম চৌধুরী, কবিতা আবৃত্তি করেন রুনা কোরেশী, রেজাউল করিম চৌধুরী, মিল্টন বড়ুয়া, এ জেড এম ওবায়েদ উল্লাহ।
সংগীত পরিবেশন করেন শতাব্দী রায়, সামিহা তাহসিন অর্পা, নুসরাত আরা ডলি, মোহাম্মদ হোসেন চৌধুরী, জিন্নাত বেগম। এ অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মিশিগানে কর্মরত সাংবাদিকেরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে মিশিগানে স্থায়ী কনস্যুলেট অফিস চেয়ে স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন আবুল কালাম আজাদ ও পি কে চন্দ।