অস্ট্রেলিয়ার রাজধানীতে বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত

অনুষ্ঠানের একাংশ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় আয়োজিত হয়ে গেল দেশটিতে কর্তব্যরত বাংলাদেশি চিকিৎসকদের বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সভা। সম্প্রতি ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অস্ট্রেলিয়ার দুই দিনব্যাপী এই সম্মেলন ও সভার আয়োজন করা হয়। আয়োজনে চিকিৎসক, তাঁদের পরিবারের সদস্যসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তের পাঁচ শতাধিক বাংলাদেশি অংশগ্রহণ করেন। সম্মেলনকে কেন্দ্র করে প্রথম দিন বাংলাদেশিদের জন্য পুনর্মিলনী, বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

অনুষ্ঠানের একাংশ
ছবি: সংগৃহীত

আয়োজনের দ্বিতীয় দিন বার্ষিক সম্মেলন ও বৈজ্ঞানিক সভা অনুষ্ঠিত হয়। বৈজ্ঞানিক সভায় তিন শতাধিক বাংলাদেশি চিকিৎসক অংশগ্রহণ করেন।

অন্যদিকে, চিকিৎসকদের বার্ষিক সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী এবং অস্ট্রেলিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি স্টিভ রবসন। অনুষ্ঠানটি আয়োজন করে ফেডারেশন অব বাংলাদেশ মেডিকেল সোসাইটিজ অস্ট্রেলিয়ার সঙ্গে দেশটির রাজধানীতে বসবাসরত বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি। সম্মেলন শেষে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে ডা. ময়জুর রহমান মারুফ এবং সাধারণ সম্পাদক ডা. মোশারফ হোসাইন খান নির্বাচিত হন।

বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ডা. মাজহার হক বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করেছি বাংলাদেশি চিকিৎসকদের একত্র করে বিভিন্ন আয়োজন করার। সেটা বাংলাদেশি চিকিৎসকদের কল্যাণেই হোক কিংবা বিনোদনের জন্যই হোক, আমরা সব সদস্যই সর্বাত্মক চেষ্টা করে গিয়েছি। আশা করছি, নতুন কমিটিও এই প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি আরও নতুন কার্যক্রম নিয়ে আসবে।’