পর্তুগালে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়
পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্টদূত রেজিনা আহমেদের সঙ্গে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হলরুমে সাংবাদিকদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
এ সময় শুরুতেই সংগঠনটির নেতারা নবাগত রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মাধ্যমে পরিচয় পর্ব শেষ করেন। পাশাপাশি বিগত দিনে প্রবাসীদের নিয়ে প্রেসক্লাবের নানা কর্মকাণ্ড রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন এবং আগামী দিনগুলোতে যেসব কর্মপরিকল্পনা রয়েছে, সেগুলো উপস্থিত গণমাধ্যমকর্মীরা অবহিত করেন।
মতবিনিময় সভায় রেজিনা আহমেদ তাঁর বক্তব্যে বিগত দিনগুলোতে বিভিন্ন দেশে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং পর্তুগালে অবস্থিত প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তা ছাড়া প্রবাসীদের নিয়ে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নানা কর্মকাণ্ড ও আয়োজন শুনে এ সময় সংগঠনটির প্রশংসা করেন এবং পরবর্তী সময়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সেই সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনার জন্য উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আলমগীর হোসেন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, বর্তমান সভাপতির রাসেল আহেম্মেদ, সিনিয়র সহসভাপতি এফ আই রনি, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), কোষাধ্যক্ষ জাহিদ কায়সার, সহসাধারণ সম্পাদক সমির দেবনাথ ও প্রচার সম্পাদক মহি উদ্দীন।