নিউইয়র্কে সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বনভোজন
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন সাস্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসের উদ্যোগে বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১৩ আগস্ট) ‘সাস্টিয়ানদের এই মিলন, দূর প্রবাসে হৃৎস্পন্দন’ স্লোগানে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এ আয়োজন করেন।
নিউইয়র্ক শহরের অদূরে লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে আয়োজিত বনভোজনে নিউইয়র্ক, নিউ জার্সি ও ভার্জিনিয়ায় বিভিন্ন পেশায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের পরিবারসহ দেড় শতাধিক সদস্য অংশ নেন। ক্যাম্পাসের বিভিন্ন সময়ের স্মৃতিচারণাসহ সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও অতিথিদের আলাপচারিতায় মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বেথপেজ স্টেট পার্কের ইগল প্যাভেলিয়ন যেন এক টুকরা সাস্টে পরিণত হয়।
সকাল থেকেই নিউইয়র্ক শহরের বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহণকারীরা পার্কে জড়ো হতে থাকেন। বেলা ১১টায় নাশতা পরিবেশনের পর শুরু হয় মূল পর্ব। এ পর্বে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন বয়সের বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা, নারীদের মার্বেলদৌড়, পিলোপাস, পুরুষদের মোরগলড়াই, দৌড় প্রতিযোগিতা ইত্যাদি। এতে প্রাক্তন শিক্ষার্থীদের পরিবার ও সন্তানেরা অংশগ্রহণ করেন। খেলাধুলা শেষে পরিবেশন করা হয় দুপুরের খাবার। মধ্যাহ্নভোজের পর পার্কের মনোরম পরিবেশে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে শুরু করে ২৮তম ব্যাচ পর্যন্ত প্রাক্তন শিক্ষার্থীদের ফটোসেশন ও পরিচয় পর্ব। এর পরপরই শুরু হয় ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট এবং এতে সাস্টিয়ানরা লাল ও সবুজ জার্সিতে দুই দলে ভাগ হয়ে অংশগ্রহণ করেন। খেলায় লাল জার্সি চ্যাম্পিয়ন হয়। এদিকে এবারের বনভোজনের অন্যতম আকর্ষণ ছিল বাচ্চাদের জন্য কটন ক্যান্ডি, পপকর্ন এবং আইসক্রিম মেশিন কর্নার।
পুরস্কার বিতরণের আগে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ফরিদ আলম ও কামাল হোসেন। তাঁরা বক্তব্যে ক্যাম্পাসের স্মৃতিচারণার সময় আবেগাপ্লুত হয়ে যান এবং পাশাপাশি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
পুরো অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অ্যালামনাইয়ের সভাপতি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বেলায়েত চৌধুরী এবং সঞ্চালকের দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক জাবেদুর মুনির। সভাপতির বক্তব্যে বেলায়েত চৌধুরী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো আমেরিকায় বসবাসরত সব সাস্টিয়ানের ইউনিক প্ল্যাটফর্মে এনে সাস্টিয়ান নেটওয়ার্ককে আরও মজবুত ও গতিশীল করা। অদূর ভবিষ্যতে শাবিতে অধ্যয়নরত মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রদানে সাস্ট অ্যালামনাই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যাচ্ছে।
বিভিন্ন ইভেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন সহসাধারণ সম্পাদক মাহবুব আহমেদ মাসুম, আজহার আহমেদ, মইনুল হোসেন বাবু, ইমাম ফাহাদ, ফারহানা ইসলাম, মিসকাত জাহান নিসু, হুমায়রা সুলতানা, সুবিন পুরুকায়স্থ। বনভোজনের রেজিস্ট্রেশনের দায়িত্বে ছিলেন তাসফিক।
পুরো অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমিনুল চৌধুরী ছুট্টি, টিপু, রাজেশ কুমার শাহা, তিতুমীর আলম, সঙ্গমিত্র দেব মুন্বী, ওবাইদুর ইমন, গোপন দাস, মৌসুমি, জাবেদুল হক, শোয়েব, হুমাইয়ারা সুলতানা, মো. আবু বকর সিদ্দিক, নাজনীন আক্তার, আলমগীর হোসেন, ওমর ফারুক, প্রতিভা রানী দাস, ফাতমো জোহরা, আকলিমা আহমেদ, নাবিল দেবনাথ, শাহ মিজান, জাকিয়া খান, মাহমুদুল হাসান, লিমন, শফি সিদ্দিক প্রমুখ।
সহসাধারণ সম্পাদক মাহবুব আহমেদ মাসুমের উপস্থাপনায় বিভিন্ন ইভেন্ট ও র্যাফেল ড্রতে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ফরিদ আলম ও কামাল হোসেন, বেলায়েত চৌধুরী, জাবেদুল মুনির, আহমেদুর রহমান রণি ও আজহার আহমেদ।
শেষে সাস্ট অ্যালামনাইয়ের সভাপতি বেলায়েত চৌধুরী অনুষ্ঠান সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি অদূর ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
**দূর পরবাসে ([email protected]) লেখা পাঠাতে পারবেন আপনিও।