সিডনিতে ‘ত্রিনয়নী’র দুর্গাপূজা

ছবি: বিজ্ঞপ্তি

অস্ট্রেলিয়ার সিডনিতে ‘ত্রিনয়নী’র আয়োজনে প্রতিবছরের মতো এবারও দুই দিনব্যাপী সর্বজনীন দুর্গাপূজার আয়োজন করা হয়। সিডনির ডানডাস কমিউনিটি হলে গত শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে শুরু হয়ে পরদিন রোববার রাত পর্যন্ত এ উৎসবে বিপুলসংখ্যাক প্রবাসী উপস্থিত হয়ে উৎসবে মেতে ওঠেন।

প্রতিদিন সকালে পূজা–অর্চনাপরবর্তী প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাক-ঢোলের সঙ্গে আরতি আর নাচে-গানে প্রবাসীরা দেশের উৎসবের অনুভূতি ফিরে পান।

ছবি: বিজ্ঞপ্তি

সিডনির জনপ্রিয় ব্যান্ড জলফড়িং–এর শিল্পী নাসিম কামাল শিপলু, সাঈদ পারভেজ, অনিন্দিতা ঐশী, শিল্পী সৌমেন্দ্র লাহিড়ীসহ অন্য শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন টুকংকেল জেনা, তনিমা ব্যানার্জি। এ ছাড়া ত্রিনয়নী পরিবারের সদস্য ও শিশুশিল্পীদের পরিবেশনা আয়োজনটিকে উৎসবে রূপ দেয়।

‘প্রত্যাশা’স ওয়ার্ল্ড’—এর মণ্ডপসজ্জা, আর রাজীবুল চৌধুরী-মনিরুল ইসলাম শোভনের দৃষ্টিনন্দন আলোকসজ্জা ও লেজার শো সবার কাছে প্রশংসিত হয়। উপস্থিত প্রবাসীরা পূজার প্রতিমা, মণ্ডপসজ্জার সঙ্গে আতিথেয়তার প্রশংসা করেন। অতিথিদের মতে, ত্রিনয়নী আয়োজিত পূজায় এসে তাঁরা নিজের পূজার অনুভূতি পেয়েছেন।

ছবি: বিজ্ঞপ্তি

এ আয়োজনের মূল আকর্ষণ ছিল সব ধর্মের প্রবাসীদের উপস্থিতি আর সহযোগিতা।

আয়োজকদের পক্ষে সত্যজিৎ দত্ত, রাজীব দাশ, দেবাশীষ চৌধুরী, রোহান লালা, উত্তম বসাক, সুদীপ সাহা, প্রীতম চৌধুরী, সুনন্দন বিশ্বাস, সুমন রায়, অঞ্জন সরকার, নন্দন মজুমদার সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। ধর্ম যাঁর যাঁর, উৎসব সবার—এ চেতনাকে ধারণ করে তাঁরা সামনের বছরগুলোতে আরও বড় পরিসরে এই সর্বজনীন উৎসবের আয়োজন করবেন বলে আশাবাদী। বিজ্ঞপ্তি