সিডনিতে আনিসুল হকের জন্মদিন উদ্‌যাপিত

সিডনিতে জনপ্রিয় কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকের জন্মদিন উদ্‌যাপিত হয়েছেছবি: প্রথম আলো

অস্ট্রেলিয়ার সিডনিতে জনপ্রিয় কথাসাহিত্যিক ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকের জন্মদিন উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে পাঠক-শুভানুধ্যায়ীদের নিয়ে একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সিডনির স্থানীয় একটি ফাংশন সেন্টারে সন্ধ্যায় আয়োজিত হয় এ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনিসুল হক। এ সময় সিডনির প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাঁকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানের শুরু হয় আনিসুল হকের লেখা কবিতা আবৃত্তি দিয়ে। এর পরপরই সিডনিপ্রবাসী কথাসাহিত্যিক শাখাওয়াৎ নয়নের সঞ্চালনায় একটি বিশেষ সাক্ষাৎকার পর্বে লেখা ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন গল্প বলেন আনিসুল হক। পরবর্তী প্রশ্নোত্তর পর্বে উপস্থিত দর্শকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তারপর কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করা হয়। এ সময় সিডনিপ্রবাসী ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান তাঁকে। অনুষ্ঠানের শেষ পর্বে তিনি অনুষ্ঠানে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

কেক কেটে জন্মদিন উদ্‌যাপন
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে নৈশভোজ শেষে আয়োজনের সমাপ্তিতে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের আয়োজক সংগঠন একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি প্রকৌশলী আবদুল মতিন বলেন, ‘আগের দিন সিডনির বইমেলায় আনিসুল হক উপস্থিত ছিলেন। তবে সেখানকার উন্মুক্ত পরিবেশে অনেকেই হয়তো তাঁদের প্রিয় এই লেখকের সঙ্গে কথা বলতে পারেননি। এ জন্যই আজ ঘরোয়া পরিবেশে আমন্ত্রিত অতিথিদের নিয়ে এ আয়োজন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করার জন্য বিশেষ ধন্যবাদ দিতে চাই সিডনির সংবাদমাধ্যম “প্রভাত ফেরী”–এর সম্পাদক শ্রাবন্তী কাজীকে।’

অনুষ্ঠানটি সমন্বয় করেন একুশে একাডেমি অস্ট্রেলিয়ার আল নোমান শামীম।