চীনে ইন্টারন্যাশনাল ইয়ুথ ফ্রেন্ডশিপ ক্যাম্প অনুষ্ঠিত
বাংলাদেশিদের অংশগ্রহণে ‘তরুণদের সঙ্গে নিংশিয়ার বন্ধন’ প্রতিপাদ্য নিয়ে ২০২৪ ইন্টারন্যাশনাল ইয়ুথ ফ্রেন্ডশিপ ক্যাম্প চীনে অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডশিপ ক্যাম্পের উদ্দেশ্য হলো, চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল নিংশিয়া এবং বিদেশি দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা বৃদ্ধি; প্রাণশক্তি, উন্মুক্ততা এবং উদ্ভাবনের সুন্দর নতুন নিংশিয়া পরিদর্শন করা।
২৬ থেকে ৩১ জুলাই পাঁচ দিনব্যাপী ইন্টারন্যাশনাল ইয়ুথ ফ্রেন্ডশিপ ক্যাম্পটির উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান নিংশিয়া হুই অটোনমাস রিজিয়নে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে ইয়ুথ ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
আন্তর্জাতিক যুব বন্ধুত্ব শিবিরটি নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের বিদেশবিষয়ক কার্যালয় আয়োজন করে। স্বায়ত্তশাসিত অঞ্চলের পররাষ্ট্রবিষয়ক অফিসের মহাপরিচালক বাই ইউঝেন উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এবং ক্যাম্পের পতাকা হস্তান্তর করেন।
বাই ইউঝেন বলেন, বিভিন্ন দেশ ও অঞ্চলের ক্যাম্পার এবং দলের নেতাদের আন্তরিকভাবে স্বাগত। তিনি বলেন, এই ক্যাম্পটি চীনা ও বিদেশি যুবকদের জন্য একটি বিশাল সমাবেশ হিসেবে কাজ করে, যা তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা ও বোঝাপড়া বৃদ্ধি করে। তিনি আশা করেন, তরুণ অংশগ্রহণকারীরা বন্ধুত্ব গড়ে তুলবেন, বিভিন্ন দৃষ্টিভঙ্গির প্রশংসা করবেন এবং পারস্পরিক শিক্ষা ও সহযোগিতার মাধ্যমে মানবতার জন্য একটি ভাগ করা ভবিষ্যৎসহ একটি সম্প্রদায়ে অবদান রাখবেন। পাঁচ দিনের সফরে বিভিন্ন দেশের তরুণেরা নিংশিয়া পরিদর্শনের মাধ্যমে পারস্পরিক আদান-প্রদানের মাধ্যমে তাঁদের বোঝাপড়া বাড়িয়েছেন এবং বন্ধুত্ব গড়ে তুলেছেন। তাঁরা নিংশিয়ার বৈশিষ্ট্যপূর্ণ শিল্পের বিকাশ সম্পর্কে জানতে, ইংচুয়ান ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ এক্সিবিশন সেন্টার, নিংশিয়া বাইরুইয়ান উলফবেরি মিউজিয়াম, শাপোথু ন্যাশনাল নেচার রিজার্ভসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন।
তা ছাড়া পরিবেশগত সুরক্ষা, চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রথা, স্থানীয় নাগরিকদের বাড়িতে এবং মরুভূমির ক্যাম্পে থাকার অভিজ্ঞতা অর্জন করে। তরুণেরা নিংশিয়ার উচ্চমানের উন্নয়নের ক্রমবর্ধমান শক্তি এবং চীনাশৈলীর আধুনিকীকরণে নিংশিয়ার অর্জন সম্পর্কে জানতে পেরেছেন।
নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকারের বিদেশবিষয়ক কার্যালয়ের আমন্ত্রণে চিয়াংশি ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিকসের ডক্টরেট প্রার্থী বাংলাদেশি ছাত্র মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম আন্তর্জাতিক যুবশিবিরে অংশ নেন। তিনি বলেন, ‘এই বন্ধুত্ব শিবিরে আমি সীমানা ও সংস্কৃতিকে অতিক্রম করে বন্ধুত্বের সাক্ষী হয়েছি। আমরা বিভিন্ন দেশ ও পটভূমি থেকে এসেছি, কিন্তু একই আবেগ ও যোগাযোগের আকাঙ্ক্ষা শেয়ার করি। আমি একটি সুন্দর নতুন, প্রাণবন্ত, উন্মুক্ত ও উদ্ভাবনী নিংশিয়াকে স্পর্শ করেছি। আমি বিশ্বাস করি, অনুরূপ কর্মকাণ্ডের মাধ্যমে আমরা নিংশিয়া ও বাংলাদেশের মধ্যে আরও দৃঢ় সম্পর্ক বৃদ্ধি করে আরও শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে পারব।’
এই ফ্রেন্ডশিপ ক্যাম্পে বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, জিম্বাবুয়ে, ইন্দোনেশিয়া, কাজাখস্তানসহ ১২টি দেশের ৩৪ জন যুব প্রতিনিধি এবং নিংশিয়া থেকে ১৩ জন চীনা যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।
নিংশিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলে পার্টি কমিটির পররাষ্ট্রবিষয়ক অফিস, স্বায়ত্তশাসিত অঞ্চলের সংস্কৃতি ও পর্যটন বিভাগ, স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ুথ লীগ কমিটি এবং নিংশিয়া রেডিও ও টেলিভিশন স্টেশনের দায়িত্বশীল ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিংশিয়া ইন্টারন্যাশনাল ইয়ুথ ফ্রেন্ডশিপ ক্যাম্প সফলভাবে ১৯টি সেশন সফলভাবে সম্পন্ন করেছে। গত ২০ বছরে এক হাজারেরও বেশি বিদেশি তরুণ প্রতিনিধি নিংশিয়া ভ্রমণ করেছেন জ্ঞান ভাগাভাগি করতে এবং নিংশিয়া যুবকদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতে। এই যুব ইন্টারেক্টিভ প্ল্যাটফর্মটি জনগণের সঙ্গে জনগণের সংযোগ প্রচারের মাধ্যমে, এটি নিংশিয়া ও আন্তর্জাতিক বোন শহরগুলোর মধ্যে সম্পর্কের উন্নয়নে গতি ও প্রাণবন্ততা এনেছে।