জবাব কি আছে? রাষ্ট্র?

শহীদের মা সরল প্রশ্ন ছুঁড়েছিলো এইমাত্র

বলো না জবাব তোমার কাছে কি আছে, রাষ্ট্র?

তোমরা আমার ছেলেকে চাকরি না দাও, না দিলে,

অযথা তার জীবনটুকু কেনই বা কেড়ে নিলে?

আন্দোলনের জোয়ারে আজ সময় এসেছে এমন,

কারণ ছাড়া লাঞ্চিত হয় ভাইয়ের হাতেই, বোন।

ইট–পাটকেল সুড়কির ঝড়ে আসমান ভেঙে পড়ে,

কালো রাজপথ লাল হয়ে যায় তাজা রক্তের তোড়ে।

গুণীজন সব চুপ হয়ে রয়, নির্দোষ হয় খুন

সোনার বাংলা আজ হয়েছে রক্তচোষা শকুন।

নিরীহ ছাত্র কেন বা গুলির আঘাত সইল মাত্র?

বলো না জবাব তোমার কাছে কি আছে? রাষ্ট্র?