স্নায়ুযুদ্ধ
আজও শুনি তোমার পায়ের নূপুরের শব্দ
গভীর রাতে আমার না–বলা কথা আর স্বপ্নে
দিন আর রাতের পার্থক্য অন্ধকারে
হিমশীতল স্নায়ুযুদ্ধ চলে
আসে ফিরে পাখি ডানা মেলে নীড়ে
শুরু থেকে শেষ শব্দের গহিনে
গভীর অন্ধকারে।
বাতাসে ভ্যাপসা গরমে
শীতের সকালে
স্ন্যায়ুযুদ্ধ শেষ হয়।
আসো নাই তুমি।
তবু স্বপ্নের মাঝে নিস্তব্ধতা আর নীরবতায়।
*লেখক: মো. এরফান রাশেদ, শিক্ষার্থী, আহমেদ দালান বিশ্ববিদ্যালয়, জোগজাকার্তা, ইন্দোনেশিয়া