ভিয়েনায় আয়েবাপিসির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠিত

সাহসিকতা ও বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা একটি বড় চ্যালেঞ্জ। প্রবাসের মাটিতে শত ব্যস্ততার মধ্যে ও প্রবাসী সাংবাদিকেরা তাঁদের সুখ-দুঃখ, হাসি-কান্নার গল্পগুলো নিয়মিত গণমাধ্যমগুলোর প্রবাস পাতায় যে লেখনীর মাধ্যমে বিশেষ অবদান রাখছেন, তা অতুলনীয়। এদিকে গত শনিবার (৯ অক্টোবর) অল ইউরোপ বাংলা প্রেসক্লাব আয়েবাপিসির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ দূতাবাস ভিয়েনার কনস্যুলার আর্নস্ট ডবলিউ গ্রাফট এসব কথা বলেন।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি হলরুমে ইউরোপের বিভিন্ন দেশের সাংবাদিক ও কমিউনিটি নেতারা এ সময় অংশগ্রহণ করেন। এ সময় আয়েবাপিসির সভাপতির দায়িত্বে ছিলেন জার্মানপ্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিয়েনা অনারারি কনস্যুলার আর্নস্ট ডাব্লিউ গ্রাফট। সংগঠনটির প্রধান উপদেষ্টা মাহবুবুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা ঘটে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জাকির হোসেন সুমন (ইতালি), সিনিয়র সহসভাপতি এনায়েত হোসেন সোহেল (ফ্রান্স), সহসভাপতি শাহীন খলিল কাওসার (ইতালি), সহসভাপতি জিয়াউর রহমান খান (ইতালি), সাংগঠনিক সম্পাদক শাহ সোহেল আহমদ (ফ্রান্স), দপ্তর সম্পাদক আল আমিন হোসেন (ইতালি), ধর্মবিষয়ক সম্পাদক কবির আহমদ (অস্ট্রিয়া), সদস্য নাজনিন আক্তার কাকন, সদস্য মাইদুল ইসলাম।

অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের বার কোডযুক্ত আয়েবাপিসির কার্ড বিতরণ করা হয়।