সিডনির সাহসী যুবক পাচ্ছেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই শপিং মলে সাম্প্রতিক হামলার সময় আক্রমণকারীকে বাধা দেওয়ার সাহসিকতার জন্য এক যুবককে দেশটির স্থায়ী বাসিন্দার ভিসা প্রদান করা হচ্ছে। গত শনিবার (১৩ এপ্রিল) সিডনির বন্ডাই শপিং মলে এক অতর্কিত ছুরি হামলা চালায় এক ব্যক্তি। এ হামলায় হামলাকারীসহ সাতজন নিহত ও বহু আহত হয়েছেন। এ সময় হামলাকারীকে সামনে এগোতে বাধা দিয়ে আরও মানুষকে হতাহতের হাত থেকে বাঁচিয়েছিলেন এক যুবক। এরই প্রশংসাস্বরূপ তাঁকে দেশটির নাগরিকত্ব দেওয়ার কথা নিশ্চিত করেছেন খোদ দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
সিডনির ওয়েস্টফিল্ড বন্ডাই শপিং সেন্টারে হামলার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এরকমই একটি মোবাইলে ধারণকৃত ভিডিওতে দেখা যায়, হামলাকারী রক্তাক্ত ছুরি হাতে সিঁড়ি দিয়ে ওপরের তলায় ওঠার চেষ্টা করছেন। আর সিঁড়ি ওপরের প্রান্ত থেকে একটি বোলার্ড (নিরাপত্তা খুঁটি) হাতে নিয়ে হামলাকারীর দিকে ছোড়ার হুমকি দিয়ে তাঁকে আটকাচ্ছেন সাদা টি–শার্ট পড়া এক যুবক। ফলে হামলাকারী আর ওপরের তলায় উঠতে পারেনি এবং ততক্ষণে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাহসী এ যুবকের ডাকনাম দেওয়া হয়েছে ‘বোলার্ড ম্যান’। তাঁর নাম ড্যামিয়েন গুয়েরোট, তিনি ফ্রান্সের নাগরিক। তিনি অস্থায়ী ভিসায় অস্ট্রেলিয়ায় অবস্থান করছিলেন এবং নতুন ভিসার জন্য দীর্ঘদিন অভিবাসন বিভাগের কাছে আবেদন করে রেখেছিলেন। তাঁকে এক প্রকার অস্ট্রেলিয়ার নাগরিকত্বই প্রদান করা হচ্ছে। যেহেতু স্থায়ী ভিসা না থাকলে দেশটির নাগরিকত্বের আবশ্যিক শর্ত পূরণ হয় না, তাই তাঁকে দ্রুত স্থায়ী বাসিন্দার ভিসা প্রদানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘আমি ড্যামিয়েনের উদ্দেশ্যে বলতে চাই, আমি জানতে পেরেছি তুমি ভিসাসংক্রান্ত বিষয়ে জটিলতার মধ্যে আছ। তুমি যত দিন ইচ্ছা তত দিন অস্ট্রেলিয়ায় বসবাস করতে পার।’ এ নিয়ে দেশটির অভিবাসনমন্ত্রী এন্ড্রু গিলস বলেন, ‘তাঁর (ড্যামিয়েন) মতো সাহসী চরিত্রের মানুষ আমরা আমাদের সমাজে আরও বেশি বেশি দেখতে চাই।’
গত শনিবার সিডনির বন্ডাইয়ের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে ৪০ বছর বয়সী এক ব্যক্তির এলোপাতাড়ি ছুরিকাঘাতে ৬ জন নিহত হন। গুরুতর আহত হন আরও ১২ জন। এ সময় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হন।