হে জননী

উষালগ্নে জন্ম আমার যেন এক কনকময় কায়া,
ধীরে ধীরে বিকাশিল মোর কান্তি যেন তোমারই ছায়া।
দিয়েছে তুমি মোরে প্রাণ গর্ভে তোমার লালন করে,
হে জননী জন্ম দিয়ে গড়েছ আমায় মনের মতন করে।
রেখেছ আমায় জড়িয়ে তুমি বুকের উষ্ণতা দিয়ে,
গভীর রাতে ভেঙেছে ঘুম তোমার অর্ধ অঙ্গ ভিজিয়ে।
কত বিনিদ্র রজনী কাটিয়েছ তুমি নেইকো তার গণনা,
যে সুশিক্ষা তুমি দিয়েছ আমায় নেই তার কোনো তুলনা।

শুনিয়েছ রূপকথার গল্প আমার শিয়রের প্রান্তে বসে,
ঘুমপাড়ানি গান গেয়ে পাঠিয়েছ আমায় স্বপ্নপুরীর দেশে।
যে আদর্শে তুমি গড়েছ মোরে সেই কথা মনে রেখে,
চাই যে আমি আমার প্রজন্ম সেই আদর্শ শেখে।
আজ তুমি নেই কাছে তবু মোর প্রতিটি প্রহর,
রয়েছে তোমাকেই ঘিরে আমার দিবারাত্রি ভোর।
আমার জীবনের প্রতিটি দিন মাগো তোমারই কৃপার দান,
যে আলো আমায় করেছে পরশ সে তোমার অবদান।