প্রবাসী অধিকার পরিষদ কাতারের আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কাতার–এর উদ্যোগে টি–শার্ট কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। গত শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত আটটায় কাতারের দোহা নাজমা গ্রামবাংলা রেস্টুরেন্টে এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কাতার।
সভায় বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, প্রবাসীদের রেমিট্যান্সের টাকায় দেশের উন্নয়ন হলেও অবহেলিত অধিকারবঞ্চিত প্রবাসীদের ন্যায্য অধিকার ও সম্মান দেওয়া হয় না। প্রবাসীদের মৃতদেহ ভিনদেশের মর্গে মাসের পর মাস বেওয়ারিশ লাশের মতো পড়ে থাকে। পাসপোর্ট থেকে শুরু করে এয়ারপোর্ট, প্রতিটি ক্ষেত্রে প্রবাসীদের ভোগান্তির শেষ নেই। আজ পর্যন্ত প্রবাসীরা ভোটাধিকার থেকে বঞ্চিত।
প্রবাসীদের পরিবার ও প্রবাসী হয়রানি বন্ধ, স্বল্প খরচে প্রবাসে যাওয়ার ব্যবস্থা, প্রবাসে জেলে অনেক প্রবাসী আছেন, যাঁরা অপরাধ না করেও আইনি সহায়তা না পাওয়ায় বছরের পর বছর জেলে পড়ে আছেন, তাঁদের জেল থেকে মুক্তির ব্যবস্থা করা, বিদেশগামীদের সুদবিহীন ঋণ, প্রবাসীদের পরিবারের জানমালের নিরাপত্তার জন্য প্রবাসী নিরাপত্তা আইন প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।
সভায় বক্তারা প্রবাসীদের আরও বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসমাজসেবা সম্পাদক মো. তাজুল ইসলাম ফুলমিয়া; আল হারুন, সমন্বয়ক, আল সামাল সিটি; আলী আহমেদ, সমন্নয়ক, আলখোর সিটি; বাহার হোসেন, সমন্বয়ক, দোহা সিটি; মাসুদ আলম, সমন্বয়ক, আল সামাল সিটি; সুলতান উল সাব্বির, সমন্বয়ক, আল ওয়াকরা সিটি এবং উবাইদুল হক জাকির, সমন্বয়ক, আলখোর সিটি। আরও উপস্থিত ছিলেন প্রবাসী অধিকার পরিষদ কাতার শাখার সিনিয়র সদস্য মো. মোস্তফা, হেলাল উদ্দিন, আরিফ হাসান, মো. মমিনুল ইসলাম, মো. ইউসুফ মিয়া, আরাফাত হোসেন হৃদয়, মো. ইয়াকুব আলী, মো. মোস্তাফিজুর রহমান, মো. মোশারফ হোসেন, মো. ফোরহাদ রেজা সিপন, কামরুজ্জামান বাবলু, মো. সুমন মাতুব্বরসহ আরও অনেকে।