ওটা ভুল নয়, অসমাপ্ত কাজের খেসারত

অলংকরণ: মাসুক হেলাল

পৃথিবীর সবকিছুই মেরামত করা যায়। এই যেমন ধরুন ছাতা, ফুটা পাতিল, বালতি, ছেঁড়া জামা, প্যান্ট, লুঙ্গি—এমনকি উড়োজাহাজ পর্যন্ত মেরামত করা যায়। কিন্তু একটা মন ভাঙলে আপনি তাকে মেরামত কিংবা জোড়া লাগাবেন কী করে? তাই পথের নির্বাচন আগেভাগেই আপনাকে স্থির করতে হবে অর্থাৎ আপনি কোন পথে যাবেন।

নামী ব্র্যান্ডের পারফিউম বলে কথা, দাম তো একটু চড়া হবেই, এইটুকু ক্ষতি আপনাকে মেনে নিতেই হবে। দেখুন, সব সমস্যার সমাধান এই পৃথিবীতেই আছে। বোবাদের ভাষা বোঝার জন্য তর্জমা আছে, অন্ধদের জন্য সাদা ছড়ির ব্যবস্থা আছে, রাতে দেখার জন্য ডিমলাইট, চাঁদের আলো আছে। তারপরও আমরা শুধু শুধুই উতলা হই, কোনো দরকার নেই। এগুলো অপ্রয়োজনীয় পেরেশানি। সুখ, হাসি, আনন্দ—এগুলোর লংজিবিটি অর্থাৎ স্থায়িত্বকাল খুব কম। সুতরাং, আনন্দে কখনোই ত্রুটি করবেন না। থমথমে অভিমান দিয়ে হৃদয়ের যথাযথ বণ্টন হয় না। প্রণয়স্নানের মতো চঞ্চল মন উৎকর্ষে ঠাসা থাকে, সুতরাং কেন নয়? কেবল নিজের মতো চিন্তা করলেই তো আর হবে না, তুলনামূলক চিন্তা করতে হবে। দেখবেন, অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে গেছে, তবে চিন্তায় পরিকল্পনা থাকতে হবে।

মনের সন্তুষ্টি, প্রাথমিক এই প্রয়োজন সবার আগে বিবেচনায় রাখতে হবে। আমরা অল্পতেই কাবু হয়ে যাই, কেন জানেন? কারণ, আমরা আমাদের মেধার মাত্র ২০ শতাংশ ব্যবহার করি, সমস্যার জন্য সর্বোচ্চ (পারলে শতভাগ) মেধা ব্যবহার করে দেখুন, সমস্যা যত কঠিনই হোক, সমাধান হবেই। সবচেয়ে বড় কথা, ধ্বংস হওয়ার জন্য নিজের ব্যর্থতাই অনেকাংশে দায়ী। তাই ছটফট করবেন না, ওটা একধরনের বিষণ্নতা। তাই ভুলকে আমি কখনোই ভুল বলতে রাজি নই, ওটা হচ্ছে অসমাপ্ত কাজের খেসারত।