নতুন প্রজন্মকে বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে পরিচয়ে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের ভিন্ন আয়োজন

বেলা ভিস্তা পার্কে বাংলাদেশি পরিবারের মিলনমেলা
ছবি: লেখক

বেলা ভিস্তা লিসবনের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যগত দেশটির একটি দর্শনীয় পার্ক। প্রতিদিনই পার্কটিতে পর্যটকেরা ভিড় জমান স্থানটির সৌন্দর্য উপভোগ করার জন্য। হিমেল হাওয়ার পরশ নিয়ে শীতের আগমনীকে স্বাগত জানাতে কয়েক শ বাংলাদেশি পরিবারের মিলনমেলার জমকালো আয়োজক পর্তুগাল বাংলা প্রেসক্লাব। গত শনিবার বেলা ভিস্তার মনোরম পার্কটিতে কমিউনিটির সবার জন্য বিনা মূল্যে উন্মুক্ত ছিল শীতকালীন উৎসবের আমেজ।

উৎসবের দিনটিকে স্মরণীয় করে রাখতে সে সময় মুখরোচক বাংলাদেশি খাবার পরিবেশন ছিল লক্ষণীয়, যার মধ্যে শীতের পিঠাপুলির পাশাপাশি পার্কে রান্না করা বিরিয়ানি, কাবাব, পায়েস, চটপটি, ফুসকা ও কেক ছিল অন্যতম। সেই সঙ্গে খেলাধুলা, গান পরিবেশন ও ছোট সোনামণিদের পুরস্কার বিতরণীর পাশাপাশি দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিতি এক অন্য রকম ভিন্ন আয়োজন, যা প্রবাসী নতুন প্রজন্মদের কাছে বাংলাদেশি ঐতিহ্যের নতুনত্বের মধ্যেও এক ভিন্নতা ফুটে উঠেছে।

বিরিয়ানি পরিবেশন করা হচ্ছে
ছবি: লেখক

অনুষ্ঠানে যোগ দিতে পর্তুগালের বিভিন্ন শহর থেকে বাংলাদেশি পরিবার ছুটে আসে। এ ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে পর্তুগাল বাংলা প্রেসক্লাব দেশটির বাংলাদেশি কমিউনিটি বেশ প্রশংসা কুড়ায়। পাশাপাশি প্রতিবছর শীতকালীন উৎসবসহ বাংলাদেশি জাতীয় দিবসগুলোতে আরও বড় পরিসরে উদ্‌যাপনের আহ্বান জানান কমিউনিটির ব্যক্তিরা।

উৎসবে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সব সদস্যসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিরা দিনব্যাপী উপস্থিত ছিলেন।