সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩

  • প্রচ্ছদ
  • আয়োজন
  • দূর পরবাস
  • সফলতা
  • পাঠক
  • সংস্কৃতি
  • ভ্রমণ
  • ছবি
দূর পরবাস

জলকাব্যের ইতিকথা

লেখা:
শীলা মোস্তাফা, আমেরিকা
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ০৯: ১১
অলংকরণ: মাসুক হেলাল

আমাদের কথা হয়
ময়ূখ–মীনাক্ষীর প্রেম–পরিণয় নিয়ে
আমাদের কথা হয়
কনক–কঙ্কার বিদেশ ভ্রমণ নিয়ে।
কথা হয় দেশ বিভাগ, নারীর স্বাধীনতা,
বামপন্থী রাজনীতিবিদদের অবক্ষয় নিয়ে।
তুমি আক্ষেপ করে বললে,
কেন আমরা অন্যদের কথা বলি,
আমাদের কথা কি ফুরিয়ে গেল!
তুমি জানো, আমিও জানি
আমাদের প্রথম চুম্বনের মতোই অপ্রতিরোধ্য
আমাদের কথারা,
তবু নির্বাক, মূক!
পৃথিবীর এক ভাগ স্থলের পেছনে লুকিয়ে থাকুক
তিন ভাগ জলের ইতিহাস!

দূর পরবাস থেকে আরও পড়ুন
  • দূর পরবাস কবিতা
  • আমেরিকা
  • দূর পরবাস
  • যুক্তরাষ্ট্র
মন্তব্য করুন