কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে মিশিগানে বিক্ষোভ সমাবেশ

মিশিগানে বিক্ষোভ সমাবেশছবি: সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতি অন্যায় ও অমানবিক আচরণের প্রতিবাদে মিশিগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্টুডেন্টস অ্যান্ড কমিউনিটির ব্যানারে ১৮ জুলাই বিকেলে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক শহরের সিটি হলের সামনে এ বিক্ষোভ ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। প্রবাসে অধ্যয়নরত ছাত্রছাত্রীসহ বিভিন্ন পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।

মিশিগানে বিক্ষোভ সমাবেশ
ছবি: সংগৃহীত

সমাবেশে বক্তারা কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে আন্দোলনরত ছাত্রছাত্রীদের প্রতি নিপীড়নের তীব্র নিন্দা জানান। সমাবেশে অংশগ্রহণকারীরা সিটি হলের সামনে বাংলাদেশের জাতীয় পতাকাসহ বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এ সময় তাঁরা বাংলাদেশে আন্দোলনরত ছাত্রছাত্রীদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। কোটার যৌক্তিক সংস্কার এবং আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়।