প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আমিরাতে শেষ হলো দুর্গোৎসব
সংযুক্ত আরব আমিরাতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। দেশটির বিভিন্ন প্রদেশে বাঙালি হিন্দু সম্প্রদায় বেশ কয়েকটি স্থানে দুর্গাপূজার আয়োজন করেছে। দুর্গাপূজার উৎসব আমিরাতের মন্দির ও পূজামণ্ডপগুলোতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে। বিশেষ করে আজমানের আল কারামায় প্রথমবারের মতো সর্বজনীন পূজার আয়োজন করা হয়েছে। গতকাল রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ উৎসবের সমাপ্তি হয়, যা আমিরাতে বসবাসরত প্রবাসী বাঙালিদের জন্য একটি আবেগঘন মুহূর্তে পরিণত হয়।
দুর্গাপূজার বিভিন্ন ধাপে মহাষ্টমী, নবমী ও বিজয়া দশমী বেশ আড়ম্বরপূর্ণভাবে উদ্যাপিত হয়েছে। এই উৎসবে ঢাক-ঢোল, শঙ্খধ্বনি ও আলোকসজ্জার মাধ্যমে পূজামণ্ডপগুলো নতুন সাজে সেজেছিল। পূজা উদ্যাপনের জন্য স্থানীয় প্রশাসন থেকে সব ধরনের নিরাপত্তা ও অনুমতির ব্যবস্থা করা হয়েছিল।
এ বছর প্রথমবারের মতো আজমান আল কারামায় সর্বজনীন লোকনাথ সেবাশ্রমের আয়োজনে উদ্যাপন করা হয়েছে শারদীয় দুর্গাপূজা। এ ছাড়া দেশটির ৭টি প্রদেশে ১০টি স্থানে দুর্গাপূজার আয়োজন করেছে প্রবাসে বসবাসরত বাঙালি হিন্দু কমিউনিটি। সবার মধ্যেই বিরাজ করে উৎসবের আমেজ।
দুর্গাপূজাকে কেন্দ্র করে বর্ণিল সাজে সেজেছে আমিরাতের মন্দির ও মণ্ডপগুলো। সব ধরনের প্রস্তুতি নিয়েছিলেন আয়োজকেরা। স্থানীয় প্রশাসনের অনুমতি ও নিরাপত্তাও ছিল। তাই ধর্মীয় ভাবগাম্ভীর্য আর উৎসবের আমেজে অংশ নিতে পূজামণ্ডপে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ষষ্ঠী পূজার মধ্য দিয়ে বুধবার (৯ অক্টোবর) থেকে শুরু হয় বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। গতকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় পাঁচ দিনব্যাপী এ উৎসবের।