সিডনিতে আইইবি অস্ট্রেলিয়ার বার্ষিক সভা অনুষ্ঠিত
সিডনিতে অনুষ্ঠিত হয়ে গেল ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) অস্ট্রেলিয়া চ্যাপ্টারের ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা। সম্প্রতি এ অনুষ্ঠান সিডনির মার্সডেন পার্ক নেইবারহুড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে সংগঠনের অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের ৪০ জনের বেশি সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আহমদুল আমিন, প্রকৌশলী শফিউল করিম ও অধ্যাপক মুহাম্মদ রেজাউল করিম। সংগঠনের সাধারণ সম্পাদক এ এইচ এম কামরুজ্জামান গত বছরের সাফল্য ও কার্যক্রম উপস্থাপন করেন, যেখানে বাংলাদেশের ‘ওয়াশিংটন অ্যাকর্ডে’ অন্তর্ভুক্তির বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়।
কোষাধ্যক্ষ প্রকৌশলী রাশিদ পাটোয়ারী আর্থিক প্রতিবেদন পেশ করেন এবং নির্বাচন কমিশনের প্রতিবেদন উপস্থাপন করেন পারভেজ শাহ ও নূর হোসেন। এ ছাড়া আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জ্যৈষ্ঠ প্রকৌশলী সাইফুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভাটি পরিচালনা করেন আবদুল্লাহ আল মামুন।
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]
উন্মুক্ত আলোচনায় সদস্যরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। সভাপতি আবদুল মতিন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সমাপ্তি বক্তব্য দেন।