প্রবাসীদের আয়োজনে প্রবাসীদের ইফতার

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

সিঙ্গাপুরে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে মিলনমেলা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত রোববার (২৩ মার্চ)। তৃতীয়বারের মতো এ বছর সিঙ্গাপুর খালসা অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত হয় এ আয়োজন।

প্রবাসীদের ইফতারের এই বৃহৎ আয়োজন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হলো প্রবাসীদের আয়োজনে এবং চমৎকার পরিবেশে। প্রত্যেকের মূল উদ্দেশ্য ছিল প্রবাসীরা একত্র হয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা, তাতে অনেকের সঙ্গে দেখা ও আন্তরিকতা বেড়ে উঠবে।

খালশা অ্যাসোসিয়েশনের দুই তলায় প্রবেশ করার পর সবার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ করা হয়, এরপর সেচ্ছাসেবকেরা প্রত্যেককে আসন দেখিয়ে দেন। উপস্থিত সবাই আয়োজনে যুক্ত হয়ে আনন্দের অনুভূতির কথা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিলের (মুইস) উপ–মুফতি হান্নান হাসান। অতিথি হিসেবে ছিলেন মুনতাসির মান্নান চৌধুরী, তৌসিফ কবিরসহ সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি ও বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিরা।

নেছার উদ্দিন পবিত্র কোরআন তিলাওয়াত ও পবিত্র কোরআন থেকে আলোচনা দিয়ে শুরু করেন অনুষ্ঠান। পরে ইমাম আবদুর রহিম প্রবাসী ভাই, দেশ ও সবার পরিবারের জন্য দোয়া করেন।

অতিথিদের মধ্যে সবাই বক্তব্য উপস্থাপন করে সুন্দর আয়োজন বলে প্রশংসা করে বলেন, সবাই মিলে এত চমৎকার আয়োজন সত্যিই অভিভূত ও অবাক হওয়ার মতো। অনেক প্রবাসী নিজ অভিব্যক্তি প্রকাশ করে বলেন, ‘আমাদের এমন সুন্দর পরিবেশে ও আয়োজনে অংশগ্রহণ করার সুযোগ সব সময় হয় না, তাই এ আয়োজনে আসতে পেরে আনন্দিত এবং আমরা চাই, প্রতি রমজান মাসে এমন আয়োজন হোক।’