জেদ্দায় সাংবাদিক সংবর্ধনা
সৌদি আরবে যেসব প্রবাসী থাকেন, তাঁরা দুটি কাজ করতে পারেন না। প্রথমত রাজনীতি, দ্বিতীয়ত সাংবাদিকতা। এই মানা না মানার মাঝেও জেদ্দার সাংবাদিকেরা জড়ো হয়েছিলেন ১৩ জুলাই জেদ্দার পাঁচ তারকা একটি হোটেলে। সেখানে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী, বিশেষ অতিথি একই মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন, হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি শাহাদাত হোসেন, জেদ্দার কনসাল জেনারেল নাজমুল হক, সৌদি সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা নওশীন আহমেদ ওয়াসিম, ফারহা ওমরসহ প্রবাসী ১০০ বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
জেদ্দার রামাদা হোটেলে বাদ এশা আয়োজিত অনুষ্ঠানে জেদ্দার বিভিন্ন প্রান্ত এমনকি রিয়াদ থেকেও ব্যবসায়ীরা যোগ দেন। বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরব পশ্চিমাঞ্চলের অভিষেকের অনুষ্ঠান ছিল এটি। এম ওয়াই আলাউদ্দিনের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মাহবুব আলী।
এম ওয়াই আলাউদ্দিন সভাপতি, বাহার উদ্দিন বকুলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের ১৫ সদস্যর একটি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়। প্রবাসীরা বিমানমন্ত্রীকে পেয়ে বাংলাদেশ বিমানের নানা দিক নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে কীভাবে প্রবাসে সাংবাদিকতা করেন, সেসব বিষয় তুলে ধরেন সাংবাদিকেরা।
মধ্যরাত পর্যন্ত চলে অনুষ্ঠান। আগত অতিথিদের কিছুক্ষণ পরপর সৌদির স্থানীয় পানীয় গাওয়া, খেজুর, জুস পরিবেশন করা হয়। সবশেষে ছিল বুফে ডিনার। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাহারউদ্দিন বকুল এবং যুগ্ম সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল ও তাশপিয়া আজাদ।
অতিথিদের মধ্যে ছিলেন আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ আলী, মনিরুল ইসলাম, নাঈম উদ্দিন, জাকির হোসেন, আক্কাস মিয়াঁ, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন ভুঁইয়া, ইসমাইল হোসেন, ওয়াজিউল্লাহ মিয়াঁ, দেলোয়ার হোসেন আবদুল মালেক, ইউসুফ মাহমুদ ফরাজি, হোসেন মোহাম্মদ নাহিদ, শেখ ফজলুল কবীর ভিকু, জাহাঙ্গীর আলম, তাহা মিয়া, আশরাফ আলীম, সাইফুল ইসলাম মঞ্জু, কাজী আবদুল্লাহ, মোহাম্মদ শাহজাহান, এ কে আজাদ, মুসা খান, মোহাম্মদ জয়নাল আবেদিন, মোহাম্মদ শামিম চৌধুরীসহ জেদ্দার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
পরে সংগঠনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংগঠনের সদস্যরা।