উদীচী কানাডার রজতজয়ন্তী, টরন্টোতে দুদিনের আয়োজনে নতুন প্রজন্মের প্রাধান্য

উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার রজতজয়ন্তী উপলক্ষে আগামী শনি ও রোববার (১১-১২ মে) স্থানীয় ৪৯ ফেলস্টেড মিলনায়তনে দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে সংগঠনটি।

উৎসব ঘিরে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উদ্দীপনা। বৈচিত্র্যময় পরিবেশনার মাঝে বিস্তর আলোচনা হচ্ছে উৎসবেই তাঁরা মঞ্চে নিয়ে আসছেন রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি কালজয়ী সৃষ্টি ‘রক্তকরবী’ ও ‘মায়ার খেলা’। দেশটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের বাংলাদেশি কানাডিয়ান সন্তানদের নিয়ে মঞ্চে আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের ২৭ বছর বয়সে লেখা গীতিনাট্য ‘মায়ার খেলা’। নির্দেশনা দিয়েছেন ইত্তেলা আলী।

একদিকে মায়া কুমার/কুমারীদের জাদু, অন্যদিকে তিন কন্যার জীবন মন্ত্র, কী করবে প্রমদা, অমর ও শান্তা? নাই–বা বললাম কুমার ও অশোকের কথা। শুধু মুখ টিপে হাসে রহস্যময় হরিণ, খরগোশ, ফড়িং ও প্রজাপতিরা।

নির্দেশক ইত্তেলা আলী জানিয়েছেন, ‘প্রায় সাত মাস আমরা মহড়া করেছি; অসাধারণ অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা তৈরি হয়েছি। এ দেশে বেড়ে ওঠা ১৮ জন শিশু–কিশোর প্রযোজনাটিতে অংশ নিয়েছে, যাদের বয়স ৪ থেকে ১৯। আসছে ১১ মে সন্ধ্যায়, আপনাদের উপস্থিতিতে আমাদের আয়োজন পূর্ণতা পাবে, আগামীর জন্য প্রেরণা পাবে আমাদের সন্তানেরা।’

অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম নাটক ‘রক্তকরবী’। এটি একটি রূপক-সাংকেতিক নাটক। মানুষের প্রবল লোভ কীভাবে জীবনের সব সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্রে ও উৎপাদনের উপকরণে পরিণত করেছে এবং তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কী রূপ ধারণ করছে, তারই রূপায়ণ হয়েছে এ নাটকে। ১২ মে সন্ধ্যায় মঞ্চে রাজার দেখা মিলবে। কে হচ্ছেন নন্দিনী? আর কে বিসু? ‘রক্তকরবী’ মঞ্চনাটকটির নির্দেশনা দিয়েছেন মিঠুন রেজা।

১৯৯৮ সালের ৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডার যাত্রা শুরু হয়েছিল। ২০২৩ সালে কানাডা উদীচী তার ২৫ বছরে পদার্পণ করে। দুই দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব নিয়ে উদীচী কানাডার সভাপতি সুমন সাইয়েদ উচ্ছ্বসিত প্রতিক্রিয়া জানিয়ে বলেন, গত ২৫ বছরে আমরা চেষ্টা করেছি কানাডায় বাংলা সংস্কৃতিকে ধারণ করতে এবং আগামী প্রজন্মের কাছে তা তুলে ধরতে। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় এ ২৫ বছরের পথচলার স্মৃতি, আমরা একটি উৎসবের মধ্য দিয়ে পালন করতে চাই টরন্টোবাসীদের নিয়ে। সেই উদ্দেশ্যে আমরা আয়োজন করেছি দুই দিনব্যাপী মিলনমেলা। আমরা আপনাদের বাংলা সাহিত্যের এক কল্পনার রাজ্যে নিয়ে যেতে চাই। আপনাদের উপস্থিতিতে রঙিন হয়ে উঠবে মিলনায়তন।

এগিয়ে চলার ২৫ বছর: দুই দিনব্যাপী অনুষ্ঠানসূচি
১১ মে, ২০২৪। শনিবার, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা
-সম্মিলিত কণ্ঠে গীতি আলেখ্য (গণসংগীত)।

-৫ জন টরন্টোভিত্তিক ও ১ জন আন্তর্জাতিক গুণী ব্যক্তির প্রতি সংবর্ধনা ও পুরস্কার প্রদান।

-রবীন্দ্রনাথ ঠাকুরের গীতি নৃত্যনাট্য ‘মায়ার খেলা’।
১২ মে, ২০২৪। রোববার, সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা

-সম্মিলিত কণ্ঠে গীতি আলেখ্য (লোকসংগীত)।

-৫ জন টরন্টোভিত্তিক ও ১ জন আন্তর্জাতিক গুণী ব্যক্তির প্রতি সংবর্ধনা ও পুরস্কার প্রদান।

-রবীন্দ্রনাথ ঠাকুরের মঞ্চনাটক ‘রক্তকরবী’।