সিঙ্গাপুরে পুরস্কার পেলেন প্রবাসী বাংলাদেশিরা
কোভিড-১৯ মহামারিতে বিশেষ অবদান রাখায় সরকারের পক্ষ থেকে জাতীয় পুরস্কার পেয়েছেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি। গত জুলাইয়ে সরকার জাতীয় পুরস্কার (কোভিড-১৯) ঘোষণা করে। জাতীয় পুরস্কারে দুই ক্যাটাগরিতে ব্যক্তিপর্যায়ে ‘কোভিড-১৯ রেজিলিয়েন্স মেডেল’ ও দলীয় পর্যায়ে ‘কোভিড-১৯ রেজিলিয়েন্স সার্টিফিকেট’ দেওয়া হয়।
কোভিড-১৯ রেজিলিয়েন্স মেডেল পেয়েছেন শামীম আহমেদ, তাসরিফ আহমেদ, মো. কামরুল হাসান, মো. রাকিবুল হাসান, ইমাম হোসেন, সেলিম হোসেন, তৌফিকুল ইসলাম, ওমর সাকিব, রুবেল রাফিও, মো. মামুনুর রশিদ ও জসিম উদ্দিন।
গত বৃহস্পতিবার সিঙ্গাপুরের জনশক্তি মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাতে মেডেল তুলে দেওয়া হয়।
পুরস্কার পেয়ে নিজেদের আবেগ–অনুভূতির কথা জানান তাঁরা। মামুনুর রশিদ বলেন, ‘আমি আজ সত্যিই অনেক খুশি। আমার মতো একজন সাধারণ শ্রমিকের জাতীয় পুরস্কার পাওয়া আমার জীবনে একটি বড় অর্জন। এ পুরস্কার আমাকে অনুপ্রাণিত করবে, যেন ভবিষ্যতে দেশ ও বিদেশে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি।’
কামরুল হাসান বলেন, ‘করোনার মহামারিতে যখন সব সিঙ্গাপুরপ্রবাসীরা গৃহবন্দী, তখন তাঁদের প্রয়োজনীয়তা ও সমস্যা নিয়ে আমরা একদল কাজ শুরু করি। মাঠপর্যায়ে তাঁদের কাছে প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়ার পাশাপাশি আমরা অনলাইনে সব সময় যোগাযোগ অব্যাহত রেখেছি।’
ওমর সাকিব বলেন, ‘কোভিড অভিবাসী সহায়তা জোটকে (সিএমএসসি) ধন্যবাদ আমাদের নাম মনোনীত করার জন্য। কোভিডের সেই কঠিন সময় আমাদের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।’
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি মন্ত্রণালয়ের উপসচিব (জনশক্তি) কেনি তান। অনুষ্ঠানে সিঙ্গাপুরের বিভিন্ন সামাজিক, সরকারি–বেসরকারি, অলাভজনক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সিএমএসসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জুয়েল য়ি, নিকলাস চান ও রেনিতা সোফিয়া।