অস্ট্রেলিয়ায় নিহত বাংলাদেশি শিক্ষার্থীর জানাজা অনুষ্ঠিত

অস্ট্রেলিয়ায় নিহত মো. ইশাকুর রহমান সিফাত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় ঘুমন্ত অবস্থায় হামলার শিকার হয়ে নিহত বাংলাদেশি শিক্ষার্থীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাঁর নাম মো. ইশফাকুর রহমান সিফাত (২৩)। গত সোমবার দেশটির নর্দান টেরিটরি রাজ্যের রাজধানী ডারউইনের ডারউইন মসজিদে বাদ জোহর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় রাজ্যের বাংলাদেশি শিক্ষার্থীরাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

৩ মে বুধবার স্থানীয় সময় ভোরে ডারউইনের মিলনার শহরের ট্রোয়ার রোড এলাকার একটি বাসায় চোরের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছিলেন মো. ইশফাকুর রহমান সিফাত। একই বাড়িতে আরও তিন বাংলাদেশি শিক্ষার্থী বাস করতেন। পুলিশে দেওয়া ঘটনার প্রাথমিক তদন্তের প্রতিবেদন অনুযায়ী, ‘ভোর রাতের দিকে বাড়ির সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চোরের উপস্থিতি টের পেয়ে বাড়ির অন্য বাসিন্দারা তাঁকে ধাওয়া করেন। এ সময় সিফাতকে দেখতে না পেয়ে তাঁর রুমে গেলে সেখানে মাথায় মারাত্মক আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখা যায়। তাঁকে তৎক্ষণাৎ রয়েল ডারউইন হাসপাতালে ভর্তি করানো হয় এবং পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ও বাড়ির অন্য সদস্যরা বাড়িতে ফিরে এসে এক ব্যক্তিকে অগ্নিনির্বাপক সিলিন্ডার হাতে বাড়ি থেকে পালাতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, এ অগ্নিনির্বাপক সিলিন্ডার দিয়েই সিফাতের মাথায় আঘাত করা হয়েছিল।’ মারাত্মক জখম নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৪ মে বৃহস্পতিবার সিফাতকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মো. ইশাকুর রহমান সিফাতের বাসায় পুলিশি তদন্ত চলছে
ছবি: সংগৃহীত

মো. ইশফাকুর রহমান সিফাত দেশটির স্বনামধন্য চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। তাঁর এ করুণ মৃত্যুতে রাজ্যবাসীসহ বাংলাদেশি শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছে। দেশটির অন্যতম প্রায় সব গণমাধ্যমে প্রচার করা হয়েছে বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনাটি। অন্যদিকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধিতে জনসভা, শোভাযাত্রা, মৌন মিছিল এবং সিফাতের স্মরণে মোমবাতি প্রজ্বালন করছেন চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সিফাত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

সিফাত হত্যার ঘটনায় অস্ট্রেলিয়ার ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন শোক ও সর্বাত্মক সহযোগিতার বার্তা প্রকাশ করেছে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার, চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ আরও অনেকেই শোক প্রকাশের পাশাপাশি সিফাতের পরিবারের জন্য প্রার্থনা কামনা করে বার্তা প্রকাশ করেছেন।