সিডনিতে অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী ও প্রকৌশলী ফারুক আহমেদের সংবর্ধনা
সিডনিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী এবং ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার (৫ এপ্রিল) রকডেলের একটি রেস্তোরাঁয় বাংলা সাপ্তাহিক ‘সুপ্রভাত সিডনি’-এর আয়োজনে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র, শিল্প, সাইবার নিরাপত্তা, অভিবাসন ও বহুসংস্কৃতি–বিষয়ক মন্ত্রী টনি বার্ক। বিশেষ অতিথি ছিলেন অভিবাসনবিষয়ক উপমন্ত্রী ম্যাট থিসলথোয়েট। মন্ত্রী বার্ক তাঁর বক্তব্যে বাংলাদেশের রোহিঙ্গা সংকট মোকাবিলায় মানবিক ভূমিকা এবং সিডনিতে বাংলা ভাষার পত্রিকা প্রকাশনায় ‘সুপ্রভাত সিডনি’-র ভূমিকার প্রশংসা করেন।
আনিস চৌধুরী তার বক্তব্যে বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়ায় সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। সুপ্রভাত সিডনির প্রধান সম্পাদক আবদুল্লাহ ইউসুফ অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং সেন্টার ঢাকায় স্থানান্তরের পেছনের গল্প তুলে ধরেন।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও দাবি উপস্থাপন করা হয়।
‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]