রেমিট্যান্স যোদ্ধাদের ভিআইপি মর্যাদা চান প্রবাসীরা

বিশ্বের বিভিন্ন দেশে এক কোটির বেশি প্রবাসী রয়েছেন। দেশের অর্থনীতিকে সচল রাখতে যাঁরা প্রতিনিয়ত মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে যাচ্ছেন, তাঁরা বিমানবন্দরে গেলে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করে ভিআইপি মর্যাদা দিতে বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। গত শুক্রবার (২১ জুন) সালমিয়া একটি অভিজাত রেস্তোরাঁয় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার নবগঠিত কমিটির উদ্যোগে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।

এ সময় তাঁরা বাজেটে মোবাইলের ওপর শুল্ক আরোপ করায় তীব্র প্রতিবাদ জানান। বিদেশফেরত প্রবাসীদের পেনশন চালু, স্বাস্থ্যবিমা, বিনা খরচে প্রবাসীদের লাশ বহন, সহজ শর্তে সুদমুক্ত ঋণ প্রদানসহ বেশ কিছু জায়গায় বিশেষ বরাদ্দ রাখারও জোর দাবি জানানো হয়।

প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার সহসভাপতি রেজওয়ান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুয়েত শাখার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আসাদুল ইসলাম, প্রবাস বাংলা মিডিয়ার সম্পাদক আ ক ম আজাদ, উপদেষ্টা সোহেল চৌধুরী, মুক্তধারার সভাপতি মোল্লা আবদুল জলিলসহ আরও অনেকে।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল হক প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার বিভিন্ন কার্যক্রম ও প্রবাসীদের ১০ দফা দাবি তুলে ধরেন।

*দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]