কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের মানববন্ধন

যুক্তরাষ্ট্রের নেভাদায় ইউনিভার্সিটি অব নেভাদা, রেনোর শিক্ষার্থী ও গবেষকেরা মানববন্ধন করেন।ছবি: লেখক

বাংলাদেশে বেশ কিছুদিন ধরে চলা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাংলাদেশি শিক্ষার্থীরাও প্রতিবাদ সভা করেছেন। শিক্ষার্থীদের এই কোটা সংস্কারের আন্দোলনের সমর্থনে এবং বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তাঁরা। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইউনিভার্সিটি অব নেভাদা, রেনোতে বাংলাদেশি শিক্ষার্থীরা এক প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করেছিলেন। যেখানে শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন সর্বস্তরের অন্য পেশাজীবী বাংলাদেশিরা।

যুক্তরাষ্ট্রের নেভাদায় ইউনিভার্সিটি অব নেভাদা, রেনোর শিক্ষার্থী ও গবেষকেরা মানববন্ধন করেন।
ছবি: লেখক

পৃথিবীর বেশির ভাগ দেশেই অনগ্রসর মানুষদের এগিয়ে নেওয়ার জন্য সহনীয় পর্যায়ে কোটার ব্যবস্থা আছে। সেখানে মেধারও মূল্যায়ন হয়। কিন্তু আমাদের দেশে যা কল্পনার বাইরে। এমনিতেই নড়বড়ে প্রশ্নবিদ্ধ শিক্ষাপদ্ধতি, সঙ্গে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিষিয়ে তুলেছে। সেই সঙ্গে সরকারের রাজনৈতিক সুবিধার অংশস্বরূপ এই কোটাপদ্ধতি তাঁদের জীবনকে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
আমাদের শেখানো হয় যে শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে এই মেরুদণ্ডের বাহকদের সঙ্গে কেন এমন আচরণ? রাজনৈতিক জ্ঞানশূন্য এই কোমলমতি শিক্ষার্থীদের ন্যায্য অধিকারটুকু সরকার সুনিশ্চিত করতে কেন অপারগ? সরকার ভুলেই গেল এরা কোনো রাজনৈতিক দল নয়, এরা আমাদের সন্তান।

যুক্তরাষ্ট্রের নেভাদায় ইউনিভার্সিটি অব নেভাদা, রেনোর শিক্ষার্থী ও গবেষকেরা মানববন্ধন করেন।
ছবি: লেখক

সর্বোপরি সাধারণ জনগণের প্রতি সরকারের এমন মনোভাবের বিরুদ্ধে ১৮ জুলাই যুক্তরাষ্ট্রের নেভাদায় অবস্থিত ইউনিভার্সিটি অব নেভাদা, রেনোর বিভিন্ন স্তরের শিক্ষার্থী ও গবেষকেরা তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তাঁরা সবাই প্রিয় দেশের এমন পরিস্থিতিতে চরম উদ্বিগ্ন ও চিন্তিত। সরকারপ্রধানসহ উচ্চমহলের প্রতি তাঁদের আবেদন, তাঁরা শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত করে এ পরিস্থিতির আশু সমাধান বের করবেন।

*লেখক: মো. হাসানুল বান্না, পোস্টডক্টরাল গবেষক, ইউনিভার্সিটি অব নেভাদা, রেনো, নেভাদা, যুক্তরাষ্ট্র