ফ্রান্সে বুদ্ধপূর্ণিমা উদ্‌যাপিত

ফ্রান্সে বৌদ্ধদের শুভ বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্‌যাপিত হয়েছে
ছবি: সংগৃহীত

ফ্রান্সে বৌদ্ধদের শুভ বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্‌যাপিত হয়েছে। গত রোববার (১৪ মে) স্থানীয় সময় বিকেলে দ্য ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘ ফ্রান্সের উদ্যোগে প্যারিসের অদূরে ওভারভিলার বটতলার হলরুমে এ দিবস উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষে শীল গ্রহণ, বুদ্ধস্নান, একক ধর্মদেশনা, দানসহ বিবিধ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে একক ধর্মদেশনা প্রদান করেন বাংলাদেশ থেকে আগত বান্দরবান রামজাদি বৌদ্ধবিহারের উপাধ্যক্ষ ভদন্ত উ.গুণ বর্ধন পঞঞা মহাথেরো। এ সময় তিনি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান—সব সম্প্রদায়ের মানুষসহ সব প্রাণীর সুখ, শান্তি ও সমৃদ্ধ কামনা করেন।

অনুষ্ঠানে সব সম্প্রদায়ের মানুষসহ সব প্রাণীর সুখ, শান্তি ও সমৃদ্ধ কামনা করা হয়
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সুনীল বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন স্নিগ্ধা বড়ুয়া। উ.গুণ বর্ধন পঞঞা মহাথেরোর জীবনী পাঠ করেন জগৎজ্যোতি বড়ুয়া ।

ফ্রান্সে শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে শীল গ্রহণ, বুদ্ধস্নান, একক ধর্মদেশনা, দানসহ বিবিধ কর্মসূচি পালিত হয়
ছবি: সংগৃহীত

প্রবাস জীবনের গল্প, ভ্রমণ অভিজ্ঞতা [email protected] এ পাঠাতে পারবেন