আয়ারল্যান্ডে পিঠা উৎসবে প্রবাসী বাংলাদেশিদের ঢল

আয়ারল্যান্ডের কাউন্টি কিলদারে পিঠা উৎসব করেছে অল আয়ারল্যান্ড বাঙালি কমিউনিটি। উৎসবটি সম্প্রতি কাউন্টি কিলদারের একটি সেন্টারে অনুষ্ঠিত হয়। বাঙালির ঐতিহ্যপূর্ণ সুস্বাদু পিঠা উৎসবে বেশ আগ্রহ নিয়েই প্রবাসী বাঙালিরা অংশগ্রহণ করেন। সাময়িক সময়ের জন্য দেশীয় কৃষ্টি–কালচারের স্বাদ আর ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন নির্মল আনন্দের খোরাক জোগায় প্রাবাসীদের। যান্ত্রিক ও ব্যস্ত জীবনের ফাঁকে দেশি আমেজে একটু সময় কাটানো এবং বাংলাদেশি ঐতিহ্য প্রবাসীদের মধ্যে তুলে ধরার উদ্দেশ্যেই এ আয়োজন করা হয় বলে জানায় কর্তৃপক্ষ।

বিপুলসংখ্যক প্রবাসী পরিবার–পরিজনসহ উৎসবে অংশ নেন। অংশগ্রহণকারী পরিবারের সদস্যদের নিয়ে হরেক রকম পিঠাপুলি বা পায়েস খেয়ে একদিকে যেমন তৃপ্তি পান, অন্যদিকে বাঙালির শীতকালীন পিঠা খাওয়ার ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেন অপার মহিমায়। সবার জন্য উন্মুক্ত পিঠা মেলায় পৃথক পৃথকভাবে ছেলে ও মেয়েদের পিঠা খাওয়ার ব্যবস্থা করে। ৩০ থেকে ৪০ রকমের পিঠা ছিল এ আয়োজনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অল আয়ারল্যান্ড বাঙালি কমিউনিটির সভাপতি জিনু রাইন জায়গীরদার। উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আকতার হোসাইন, কাউন্টি কিলদারে বাঙালি কমিউনিটি সংগঠনের সভাপতি আবুল কাশেম, তানজিম উদ্দিন, কামরুল খান, আরাদ, মুমিন, মানিক, আনিস, তমাল, মাসুকসহ বাঙালি কমিউনিটির নেতারা।