নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রীর বৈঠক
ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান গতকাল শুক্রবার নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক বৈঠক করেছেন। ইন্দোনেশিয়ান প্রবাসী আমেরিকান শমসী আলীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী।
সেকিল চৌধুরী বলেন, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে ব্যবসা–বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে, হাই–টেক থেকে শুরু করে মাজারি সাইজের শিল্প স্থাপনের যথেষ্ট সম্ভাবনা বাংলাদেশে আছে, যা ইন্দোনেশিয়ান ব্যবসায়ীরা কাজে লাগাতে পারেন। তিনি বলেন, আমদানি–রপ্তানি বাণিজ্য ও কৃষি খাতে বন্ধুপ্রতিম দুটি দেশের মধ্যে বাণিজ্য বিকাশের সুযোগ রয়েছে। তিনি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য দীর্ঘমেয়াদি ব্যবসায়ী ভিসা প্রদানের জন্য ইন্দোনেশিয়ার মন্ত্রীর কাছে আহ্বান জানান। তিনি মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বাংলাদেশ বাণিজ্য সম্প্রসারণের বিষয় নিয়ে কথা বলর জন্য অনুরোধ করেন।
বাণিজ্যমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় ব্যবসা–বাণিজ্য সম্প্রসারণের বিষয়টি গুরুত্বসহ বিবেচনা করার কথা বলেন। তিনি বলেন, ‘এ মুহূর্তে আমরা নানামুখী বাণিজ্য বিস্তারের চেষ্টা করছি এবং বাংলাদেশ এর কেন্দ্রবিন্দুতে রয়েছে।’ তিনি আরও বলেন, শিগগিরই তিনি বাংলাদেশ সফর করবেন এবং সেখানে বাংলাদেশের সঙ্গে অগ্রাধিকারভিত্তিক বাণিজ্য চুক্তি করার ব্যাপারটি বিবেচনায় রয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ আমেরিকান বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ফখরুল ইসলাম দেলওয়ার বক্তব্য দেন। তিনি তাঁর বক্তব্যে মন্ত্রীকে প্রবাসী আমেরিকানদের সঙ্গে বৈঠকে আসায় ধন্যবাদ জানান এবং বাংলাদেশ-ইন্দোনেশিয়ার বাণিজ্য বিকাশে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।
অনুষ্ঠানের সভাপতি শমসী আলী বৈঠকে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ করার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের ইন্দোনেশিয়া বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে জ্যামাইকা মুসলিম সেন্টারের ভাইস প্রেসিডেন্ট মনজুর আহমদ চৌধুরী, সেক্রেটারি আফতাব মান্নান, সাবেক প্রেসিডেন্ট ওয়াদুদ ভূঁইয়া, ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোহাম্মদ লিটন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট রুম্মান বিরতিজ, পরিচালক শেখ ফরহাদ, ব্যাংকার ওয়াসেফ চৌধুরী, সাংবাদিক খলকু কামাল ও শহিদুল্লাহ এবং নিউইয়র্ক কনস্যুলেট ও ওয়াশিংটনে দূতাবাসে নিযুক্ত ইন্দোনেশিয়ার কর্মকর্তারা যোগ দেন। বিজ্ঞপ্তি