পরিবেশের ভারসাম্যহীনতা ও রাসেলস ভাইপারদের প্রাদুর্ভাব
রাসেলস ভাইপার সাপ নিয়ে দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সাপের কামড়ে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। আবার কখনো ছড়াচ্ছে মৃত্যুর গুজব। এমন পরিস্থিতিতে এই সাপসহ বিভিন্ন নির্বিষ সাপ নিধনের খবর বাড়ছে। যেখানে রাসেলস ভাইপার, সেখানে প্রয়োজন বেজি, গুইসাপ, বন বিড়ালদের মতো বন্য প্রাণীদের পদচারণ। এ সাপে-নেউলে সম্পর্কের মধ্যেই প্রাকৃতিক ভারসম্য বিরাজমান। ‘রাসেলস ভাইপারে’ সরীসৃপটির অন্যতম এক যমদূতের নাম ‘বেজি’। কিন্তু গ্রামের বনবাদাড়ে শেষ কবে বেজি দেখা গেছে, এমন দাবি কয়জন করতে পারবেন?
অত্যন্ত পরিতাপের বিষয় হলো, বনজঙ্গল সব কিছু উজাড় করে চারদিকে বসতবাড়ি তৈরি করার মচ্ছব চলছে। একান্নবর্তী পরিবারগুলো ভেঙ্গে চুরমার হয়ে গেছে। একটি উঠানের চারদিক ঘিরে ৮–১০টি পরিবারের মিলনমেলা স্মৃতির জাদুঘরে ঠাঁই নিয়েছে। বিশ্বায়ন আর সামাজিক মাধ্যমের প্রভাবে বাংলাদেশের হাজার বছরের প্রথা আর ঐতিহ্যগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। আমাদের পারিবারিক সুখ-শান্তি, সৌহার্দ্য-সম্প্রীতি, হাসি-আনন্দ কোনো এক অদৃশ্য শক্তি যেন নীরবে-নিভৃতে কেড়ে নিয়ে গেছে। প্রকৃতিবিরুদ্ধ এসব বিভাজন, বিশৃঙ্খলা পরিবেশ, প্রতিবেশ এবং জীববৈচিত্র্যে বড় ধরনের প্রভাব ফেলছে।
মাত্র এক যুগ আগেও বাংলার চিরায়ত সবুজ–শ্যামল, ছায়া সুনিবিড় গ্রামগুলো স্বমহিমায় খুঁজে পাওয়া যেত। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের লোভ। আমার চাই, আরো বেশি চাই এই ‘চাই’ রোগ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধে মহামারির মতো ছড়িয়ে পড়েছে।
মানুষের সীমাহীন লোভের করাল গ্রাসে বিলীন হয়ে গেছে গ্রামের পর গ্রাম, সবুজ বনবাগান, খাল–বিল, নদীনালা। প্রাণ ও প্রকৃতির নিশ্বাস ফেলার জায়গাটুকু ক্রমশ সংকুচিত হয়ে গেছে। ফসলি জমি গ্রাস করেছে টুকরা টুকরা বাড়িঘর।
ফলে বন বিড়াল, শিয়াল, মেছোবাঘ, গুইসাপ, বেজির মতো প্রাণীগুলো আশ্রয় হারিয়ে প্রকৃতি থেকেই হারিয়ে যাচ্ছে। যার ফলে বিলুপ্ত প্রায় রাসেলস ভাইপারের মতো হিংস্র সরীসৃপগুলো লোকালয়ে ফিরে এসে দাপিয়ে বেড়াচ্ছে।
এগুলো মেন মেইড ন্যাচারাল ডিজাস্টার তথা মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়। এর জন্য আমরা নিজেরাই দায়ী। রাসেল ভাইদের কোনো দায় নেই। গুইসাপ, বেজিদের তাড়িয়ে দিয়ে আমরা বরং হিংস্র প্রাণীদের একপ্রকার দাওয়াত করেই বাড়িতে ডেকে নিয়ে এসেছি।
পেছনে ফিরে তাকানো ছাড়া আমাদের সামনে আর কোনো সহজ, সরল, সুন্দর বিকল্প নেই।
সভ্যতার প্রতি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আহ্বান যেন আমাদের জীবনের বর্তমান বাস্তবতা:
‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর,
লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর
হে নবসভ্যতা! হে নিষ্ঠুর সর্বগ্রাসী,
দাও সেই তপোবন পুণ্যচ্ছায়ারাশি,
গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যাস্নান,
সেই গোচারণ, সেই শান্ত সামগান!
*লেখক: জাহিদ আল আমীন, হামবুর্গ, জার্মানি। ইমেইল: [email protected]
*দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]