বিডি ক্লিন ও আইইউবিএটির সাপ্তাহিক ইভেন্ট সম্পন্ন
পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিডি ক্লিন ও ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) যৌথ উদ্যোগে সম্প্রতি একটি সাপ্তাহিক ইভেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রতিবারের মতো এবারও বিডি ক্লিন ঢাকা উত্তরা–১ নম্বর জোনের প্রাণবন্ত প্রচেষ্টায় আয়োজন সুন্দর হয়ে ওঠে। এ আয়োজনে যুক্ত ছিলেন ক্লিনিং প্রজেক্ট ওয়ার্কের আইইউবিএটির প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা এবং আরও যুক্ত ছিল ‘Cleaning Project Ecowave’ Aga Khan Academy–এর স্কুল শিক্ষার্থীরা। ইভেন্টের শুরুতে ইউনিভার্সিটির শহীদ মিনার প্রাঙ্গণে বড় একটি সার্কেল হয়। এখানে ঢাকা উত্তরা–১ নম্বর জোনের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা বক্তব্য দেন।
এ ইভেন্টে প্রধান অতিথি আইইউবিএটির সহকারী অধ্যাপক মো. রেহান দস্তগীর বলেন, ‘এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড সাসটেইনিবিলিটি কোর্সের মূল লক্ষ্য পরিবেশ রক্ষা এবং কীভাবে টেকসই জীবন যাপন করা যায়, সে বিষয়ে শিক্ষা দেওয়া। এরই পরিপ্রেক্ষিতে এই কোর্সের অন্তর্বর্তী অংশ ছাত্রছাত্রীদের বিভিন্ন ভলান্টিয়ার কাজ পরিকল্পিত সমাজ ও কমিউনিটির সঙ্গে সংযুক্ত করা। দেশের জন্য, দেশকে এগিয়ে নিতে পরিবেশ রক্ষায় পরিষ্কার–পরিচ্ছন্ন থাকার কোনো বিকল্প নেই। বিডি ক্লিনের সঙ্গে সমন্বিত প্রোগ্রাম আমাদের পরিবেশের পরিবর্তনের পাশাপাশি নিজেদেরও পরিবর্তন হোক। প্রকৃতি ও জীববৈচিত্র্যে ভারসাম্য আসুক এবং আমাদের বাংলাদেশ উন্নত বিশ্বের মতো পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে স্বীকৃত হোক।’ তিনি বিডি ক্লিনের শপথবাক্য পাঠ করার মাধ্যমে প্রোগ্রামের উদ্বোধন করেন।
উদ্বোধনের পরই চারটি দলে ভাগ হয়ে প্রধান অতিথিসহ অন্যরা আইইউবিএটির সামনে বেশ কিছু সড়কে পরিষ্কার–পরিচ্ছন্নতার অভিযান চালান এবং আশপাশে বিভিন্ন চায়ের দোকান, মুদিদোকানসহ সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেন। সেই সঙ্গে মানুষকে সচেতন হতে বলেন আর যেখানে–সেখানে ময়লা না ফেলে ডাস্টবিন ব্যবহার করার উপদেশ দেন।
উত্তরা–১ নম্বর জোনের জোনাল সমন্বয়ক আবির হোসেন, উত্তরা–১ নম্বর জোনের ওয়েলকাম মনিটর শিমুল, বিডি ক্লিনের সহসমন্বয়ক বৃষ্টি আক্তার উম্মাসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। এ কার্যক্রমে শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবকেরা ছিলেন।
*লেখক: আজম সিদ্দিক রুমি, শিক্ষার্থী, ডিপার্টমেন্ট অব সিভিল ইঞ্জিনিয়ারিং, আইইউবিএটি
**নাগরিক সংবাদ-এ লেখা, ভিডিও, ছবি, ভ্রমণকাহিনি, গল্প ও নানা আয়োজনের কথা পাঠান [email protected]এ