দুবাইয়ে মহান বিজয় দিবস উদ্যাপন
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) এ উপলক্ষ্যে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ৮টা ৩০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, জনতা ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান।
এরপর পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়। এ সময় মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রদান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টার পাঠানো বাণী কনস্যুলেটের সিনিয়র কর্মকর্তারা পাঠ করেন।
দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা, পেশাজীবী, সাধারণ শ্রমিক ও বিভিন্ন স্তরের ব্যবসায়ী প্রতিনিধি, জনতা ব্যাংক, বিমান বাংলাদেশ ও কনস্যুলেটের কর্মকর্তারা এতে অংশ নেন।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা, মুক্তিযোদ্ধাদের ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে কনস্যুলেট প্রাঙ্গণে সন্ধ্যা ছয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।