আবার দেখা হবে
বসন্ত আসেনি এখনো
গাছের পাতা ঝরা সকালে শিশিরের টুপটাপ
আমি একলা হাঁটি
পরিচিত সেই রাস্তায়।
সকালে ঘুম থেকে ওঠনি কেউ
জড়িয়ে আছে ভালোবাসার চাদরে।
আমি একলা পথিক আজও তোমার সন্ধানে
এই সেই আমগাছের তলা।
যেখানে রয়েছে অজস্র ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতি
আমাদের ভালোবাসার।
আজও আছে সেই পরিচিত বেঞ্চি
তবে নেই শুধু তুমি।
তোমার আসা–যাওয়ার পথে দেখা হয় না আমাদের।
আমি একলা হাঁটি সেই পরিচিত রাস্তায়।
আর শুনতে পাই তোমার সেই পরিচিত কণ্ঠস্বর
যা আজও ভুলিনি!
স্মৃতির পাতায় আজও তুমি আর আগত বসন্ত
পাতা ঝরা শেফালির তলায়!
লেখক: মো. আরফান রাশেদ, কমিউনিকেশন অ্যান্ড কালচারাল স্টাডিজ বিভাগ, ইউনিভার্সিটিস আহমেদ দাহলান, যাকার্তা, ইন্দোনেশিয়া
**দূর পরবাস–এ ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]