বর্ণাঢ্য আয়োজনে জার্মানিতে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপিত

ছবি: সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনে বর্ণাঢ্য ও জাঁকজমক আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদ্‌যাপন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বার্লিনস্থ প্রায় ৩০টি দূতাবাসের কূটনীতিক, মিশনপ্রধান ও জার্মানির পররাষ্ট্র দপ্তর, বৈদেশিক বাণিজ্য, অর্থনৈতিক–সম্পর্কিত, জলবায়ু পরিবর্তন ও প্রতিরক্ষা দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, বিভিন্ন থিঙ্ক ট্যাংকের প্রতিনিধি, রাজনীতবিদেরাসহ অনারারি কনসাল, জার্মান ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

রাজধানী শহরের একটি হোটেলে প্রায় শতাধিক অতিথির উপস্থিতিতে এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানি সংসদের, দক্ষিণ এশিয়াবিষয়ক সংসদীয় দলের প্রধান ও সাবেক জার্মানমন্ত্রী পার্লামেন্ট সদস্য রেনাটে ক্যুনাস্ট ।

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও জার্মানির জাতীয় সংগীত বাজিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোশাররফ হোসেন ভূঁইয়া স্বাগত বক্তব্য দেন। তিনি স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রেক্ষাপটে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান নেতা ও স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী দেশে–প্রবাসে সবাইকে শ্রদ্ধাভরে স্মরণ করে স্বাগত বক্তব্যে মাননীয় রাষ্ট্রদূত, স্বাধীনতা দিবসের এ মিলনমেলায় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

রেনাটে ক্যুনাস্ট তাঁর সাম্প্রতিক বাংলাদেশ সফর প্রেক্ষাপটে বাংলাদেশ-জার্মানি ঐতিহাসিক সম্পর্কের কথা বলেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি গণতান্ত্রিক কাঠামোর উত্তরণের প্রশংসা করেন। তিনি জার্মানি ও বাংলাদেশের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

স্বাধীনতা ও জাতীয় দিবসের বিশেষ কেক কাটার পর আকর্ষণীয় সাংস্কৃতিক পর্ব শুরু হয়। অনুষ্ঠানে অংশ নেন জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শিল্পীরা।