অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলা সাহিত্য পাঠ ও সাহিত্যপ্রেমীদের আড্ডার আসর অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে সন্ধ্যায় সিডনির লাকেম্বায় বাংলাদেশি লেখক, সাংবাদিক, পাঠক ও সাহিত্যের সুধীজনদের নিয়ে এই আসর বসে। এবারের আসরের মূল বিষয় ছিল অভিবাসী সাহিত্য নিয়ে আলোচনা। এ পর্বে বক্তারা সাহিত্যের এই অংশের বিভিন্ন দিক তুলে ধরেন।
আসরের আরেকটি উল্লেখযোগ্য অংশ ছিল সিডনি প্রবাসী তরুণ কথাসাহিত্যিক আরিফুর রহমানের লেখা ‘আমাদের ঠিকানা বদলে গেছে’ উপন্যাসের পাঠ উন্মোচন। এরপর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে পাঠক ও লেখক সমন্বয়ের একটি প্রশ্নোত্তর পর্ব ছিল, যা উপভোগ্য হয়ে ওঠে। এবারের বাংলা পাঠের আসরের আয়োজন করে বাংলাদেশি সংগঠন প্রশান্তিকা এবং সার্বিক সহযোগিতায় সাংস্কৃতিক সংগঠন চারু।