ভিড়ে একাকিত্ব

অলংকরণ: মাসুক হেলাল

শহরের রাস্তায় হাজারো মানুষ,

পায়ে পা মিলিয়ে ছুটছে সবাই।

কিন্তু আমি দাঁড়িয়ে আছি একা

নিঃশব্দে, একান্তভাবে।

চোখে চোখে মিলছে না কোনো পরিচিত মুখ,

হাসিখুশির মাঝে হারিয়ে যাচ্ছে আমার অনুভূতি।

সবাই চলে যাচ্ছে আমি একা,

যেন কেউ দেখেও দেখে না।

রাস্তায় আলোঝলমলে

কিন্তু মন যেন অন্ধকারে ডুবে

নতুন মুখে পূর্ণ এই শহর

কিন্তু কোথাও আমার জন্য জায়গা নেই।

কত মানুষ, কত হাসি

কিন্তু কেউ একটিবারও বলল না—

তুমি কেমন আছো?

এ যেন এক অদ্ভুত বাস্তবতা

যেখানে একাকিত্বই সঙ্গী হয়ে দাঁড়ায়।

সবাই চলছে তাদের পথে

অন্যদের চিনতে পারছে না

কিন্তু জানি না কেন,

এই শহরের কোলাহলে

আমার মন নিঃসঙ্গ।

ভিড়ে একাকিত্ব,

এ যেন এক অদৃশ্য অনুভূতি,

শহরের ব্যস্ততার মাঝেই

হারিয়ে যায় একান্ত মুহূর্তগুলো।

এটাই শহরের অদেখা গল্প,

যেখানে একাকিত্বও কখনো কখনো বড় হয়ে ওঠে।

‘দূর পরবাস’-এ জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]