ভারতে নজরুলবিষয়ক সেমিনার ও কবিতাপাঠের আসর

পশ্চিমবঙ্গের কলকাতার অবনীন্দ্র সভাগৃহে (রবীন্দ্রসদন চত্বর) কৃষ্ণপুর নজরুলচর্চা কেন্দ্র ৬ জুলাই আয়োজন করে কাজী নজরুল ইসলামবিষয়ক সেমিনার এবং নজরুল কবিতাপাঠের আসর। অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন নজরুলসংগীতশিল্পী ও গবেষক সোমঋতা মল্লিক। অর্ধশতাধিক বাচিকশিল্পী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের পরিচালক ও ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বশির আহাম্মদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক দেবনারায়ণ মোদক (সাবেক বিভাগীয় প্রধান, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং অধিকর্তা, মানবিক বিদ্যা ও সমাজবিজ্ঞান অনুষদ, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়)। তাঁর আলোচনার বিষয় ছিল ‘কৃষ্ণনগরে নজরুল’।

বিশিষ্ট বাচিকশিল্পী শুভদীপ চক্রবর্তী ‘স্বদেশপ্রেমিক নজরুল’ বিষয়ে আলোকপাত করেন।

নজরুলসংগীতশিল্পী এবং ছায়ানট (কলকাতা)-এর সভাপতি সোমঋতা মল্লিক ‘রবীন্দ্র-নজরুল সম্পর্ক’ নিয়ে আলোচনা করেন। নজরুলের কবিতা আবৃত্তি শোনার পাশাপাশি গুরুত্বপূর্ণ আলোচনা দর্শকেরা উপভোগ করেন বলে জানান সংস্থার পক্ষ থেকে সুরূপা মল্লিক। অনুষ্ঠানে একক পরিবেশনার পাশাপাশি দলগত পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। শিশুশিল্পীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন তরুণ ও প্রতিভাবান বাচিকশিল্পী শৌভিক শাসমল।