সিডনিতে বাংলাদেশিদের ডিমেনশিয়া নিরাময় তহবিল সংগ্রহ
অস্ট্রেলিয়ার সিডনিতে আয়োজিত হলো বাংলাদেশিদের আয়োজন ডিমেনশিয়া নিরাময় তহবিল সংগ্রহ। ১৭ সেপ্টেম্বর সিডনির পন্ডসের জোনাস ব্র্যাডলি ওভালে বেলা ১১টায় আয়োজিত হয় এ কার্যক্রম। দেশটির ডিমেনশিয়া অস্ট্রেলিয়া সংস্থার জন্য তহবিল সংগ্রহে আয়োজিত হয় এই ‘ফরগেট মি নট’ শীর্ষক অনুষ্ঠানের। বাংলাদেশি বিভিন্ন খাবারের বিনিময়ে আর্থিক তহবিল সংগ্রহের এ আয়োজনে সাগ্রহে অংশ নেন সিডনিতে বসবাসরত পাঁচ শতাধিক বাংলাদেশি। পাশাপাশি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্থানীয় সরকারের সংসদ সদস্য ওয়ারেন কিরবি।
স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়া একটি মানসিক রোগ, যাতে আক্রান্ত ব্যক্তির বুদ্ধি, স্মৃতি ও ব্যক্তিত্ব লোপ পায় এবং এ রোগ ক্রমান্বয়ে বাড়তে থাকে। ডিমেনশিয়া নিরাময়ের তহবিল সংগ্রহের এই কার্যক্রমে এবার ছিল বাংলাদেশি খাবার যেমন পিঠাপুলি, ঝালমুড়ি, চটপটি, পরোটা, বিরিয়ানি, কাপ কেক, মিষ্টিসহ আরও অনেক খাবার। আর খাবারের স্টলগুলোর নামেও ছিল ভিন্নতা। বাংলা সিনেমার নামে করা স্টলগুলোর মধ্যে ছিল সুজন সখী, প্রিয়তমা, পোড়ামন, ছুটির ঘণ্টা, সার্চ দ্য খোঁজ ইত্যাদি। খাবার বিক্রি করে আয় করা সব অর্থই তহবিলে দেওয়া হয়। আয়োজনে নতুন প্রজন্মের বাংলাদেশিদের অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে আয়োজকদের অন্যতম সৈয়দ মুরাদ হোসেন ও নাসিম ইমাম বলেন, তরুণ বাংলাদেশিদের অংশগ্রহণ অনুষ্ঠানের পরিধি অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার মূল ধারার সংস্কৃতিতে বাংলাদেশিদের পরিচিতি আরও বাড়ছে।