নবনির্বাচিত কাউন্সিলর প্রবাসী বাংলাদেশি চিকিৎসক আহমেদ শরীফ ও চিকিৎসক মনিরুল হক
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মূলধারার চিকিৎসকদের সবচেয়ে বড় পেশাজীবী সংগঠন রয়েল কলেজ অব জেনারেল প্র্যাকটিশনারে (আরএসিজিপি) কাউন্সিলর নির্বাচিত হয়েছেন দেশটিতে দায়িত্বরত দুই বাংলাদেশি চিকিৎসক। গত ২৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে সংগঠনের ২০২৩ সালের ফ্যাকাল্টি কাউন্সিল নির্বাচন। এই নির্বাচনে ভিক্টোরিয়া রাজ্যের স্থানীয় প্রতিনিধি হিসেবে ১২ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে দুজন বাংলাদেশি চিকিৎসক হলেন আহমেদ শরীফ ও মনিরুল হক।

কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর মুঠোফোনে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেন আহমেদ শরীফ।

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় অনেক বাংলাদেশি চিকিৎসক রয়েছেন। এত দিন আমরা নিজেদের মধ্যেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছি। কিন্তু অস্ট্রেলিয়ার মূলধারা কাঠামোতে আমাদের তেমন কোনো যুক্ততা ছিল না, যা এখন হলো। আরএসিজিপির কাউন্সিলর হিসেবে এখন বাংলাদেশিদের কণ্ঠ হিসেবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে, আমি এতে আনন্দিত।’

আগামী অক্টোবরের শেষ দিকে নবনির্বাচিত কাউন্সিলরদের নিয়ে নতুন কমিটি গঠনের কথা রয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ ৬০ বছর ধরে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যব্যবস্থার মেরুদণ্ড হিসেবে কাজ করে যাচ্ছে আরএসিজিপি।

পাশাপাশি সংগঠনটি অস্ট্রেলিয়ার ক্লিনিক, স্বাস্থ্যবিষয়ক শিক্ষা, গবেষণা এবং প্রশিক্ষণ মান বজায় রাখার কাজ করে যাচ্ছে।