সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩

  • প্রচ্ছদ
  • আয়োজন
  • দূর পরবাস
  • সফলতা
  • পাঠক
  • সংস্কৃতি
  • ভ্রমণ
  • ছবি
দূর পরবাস

সিডনিতে বঙ্গবন্ধুর জীবনালেখ্য নিয়ে পাঠসভা অনুষ্ঠিত

কাউসার খান
সিডনি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ১১: ৪০
পাঠসভার আয়োজনে অংশগ্রহণকারীদের কয়েকজনছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনালেখ্য নিয়ে প্রবাসী বাংলাদেশিদের একটি পাঠসভা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট সিডনির ইঙ্গেলবার্নে এ আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবদ্দশার উল্লেখযোগ্য ঘটনাবলি নিয়ে রচিত এই জীবনালেখ্য রচনা ও সম্মিলিত পাঠ করা হয়। একত্রিত হয়ে সিডনিতে বসবাসরত বাংলাদেশি নারীরা এই পাঠসভার আয়োজন, অংশগ্রহণ এবং পরিচালনা ও পরিবেশন করেন। পাঠসভার আয়োজন করে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত সংগঠন ‘পড়ুয়ার আসর’।

দূর পরবাস থেকে আরও পড়ুন
  • অস্ট্রেলিয়া দূর পরবাস
  • অস্ট্রেলিয়া
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • দূর পরবাস
মন্তব্য করুন