জেদ্দায় নোয়াখালী উৎসব পালিত
সৌদি আরবে বাংলাদেশ কমিউনিটির কল্যাণে দীর্ঘদিন ধরে সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে বৃহত্তর নোয়াখালী সমিতি-জেদ্দা। নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি অদক্ষ লোকজনকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানে সহায়তা, দুস্থ ও অসহায় মানুষকে সহযোগিতা করা এ সমিতির মূল লক্ষ্য। ২০ ডিসেম্বর জাঁকজমকভাবে এ সমিতির বার্ষিক পিকনিক ‘নোয়াখালী উৎসব–২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরী।
সমিতির সাধারণ সম্পাদক শেখ জাকির হোসেন, সাইফুল ইসলাম মঞ্জু ও বাহার উদ্দিন বকুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আবদুল্লাহ মিয়াজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাসুদ আল মাহমুদ, আমীর মোহাম্মদ ফিরোজ, ইউসুফ খান, আবদুর রহমান, আবদুল মান্নান, এ কে এম শাজাহান সিরাজি, ওয়াজিউল্লাহ মিয়া, নূর মোহাম্মদ ভূঁইয়া, বিলাল হোসেন, কেফায়েত উল্লাহ চৌধুরী, শেখ মামুনুল ইসলাম, আশ্রাফ আলীম, আনোয়ার হোসেন, দেলোয়ার হোসেন, ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ নূর প্রমুখ।
উৎসব বাস্তবায়নের দায়িত্বে ছিলেন মসিউর রহমান সাজু, বেলায়েত হোসেন মুন্সি, মঞ্জুর হাসান আলভী, ওয়াসিম কবির সুমন, এর আর নোমান ও দিদার উদ্দিন রাজু।
সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কনস্যুলেট, আইডিবি, ওয়াইসি, বাংলাদেশ বিমানের কর্মকর্তা এবং বিভিন্ন সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা, চিকিৎসক, প্রকৌশলী, স্কুলের শিক্ষক, স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আলোচকেরা বলেন, বৃহত্তর নোয়াখালী সমিতি বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কাজের জন্য সৌদি আরবে বাংলাদেশি কমিউনিটিতে অত্যন্ত সুপরিচিত। অতিথিপরায়ণতার দিক থেকে এই অঞ্চলের মানুষের জুড়ি নেই। আগামী দিনে এই প্রসিদ্ধ সমিতিটি ঐক্যবদ্ধভাবে সততা ও নিষ্ঠার সঙ্গে তাদের স্বকীয়তা ধরে রাখবে। তাঁরা বৃহত্তর নোয়াখালী অঞ্চল নিয়ে নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জানান।
সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, সমিতি কর্তৃক অধিক প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করে উত্তরোত্তর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন ও রেমিট্যান্স–প্রবাহ বৃদ্ধিকরণে উদ্যোগ নেওয়া হবে এবং দুস্থ ও অসহায় মানুষের সেবা করার ব্রত নিয়েই বৃহত্তর নোয়াখালী সমিতি তার কর্মকাণ্ড অব্যাহত রাখবে। পরিশেষে এত আকর্ষণীয়ভাবে অনুষ্ঠান বাস্তবায়নে নিরলসভাবে কাজের জন্য সমিতির সব নেতাকে আন্তরিক ধন্যবাদ জানান। এর পাশাপাশি সৌদি আরবে বসবাসরত সব বাংলাদেশিকে এই দেশের আইনকানুন মেনে চলার জন্য উদাত্ত আহ্বান জানান।
নোয়াখালী উৎসব-২০২৪ আকর্ষণীয় ও উপভোগ্য করার জন্য আয়োজন করা হয় বৃহত্তর নোয়াখালীর ঐতিহ্যবাহী জেফত (দুপুরের খাবার), হরেক রকমের পিঠা, পুলি, শিশু–কিশোরদের খেলাধুলা, ফ্রি মেডিকেল সেবা, লেজার শো ও র্যাফল ড্রর সঙ্গে আকর্ষণীয় পুরস্কার। এরপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জেদ্দার স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
**দূর পরবাসে লেখা, ভিডিও, ছবি, ভ্রমণকাহিনি, গল্প ও নানা আয়োজনের কথা পাঠান [email protected]এ