শ্রাবণ বৃত্তান্ত

অলংকরণ: মাসুক হেলাল

একটা ঘোর লাগা গল্পের মতোই তোমাকে আজ দেখলাম
ঠিক রাজা–রানির গল্পের মতো,
আর তুমি তো জানোই
কবিতা মানেই আমার কাছে নির্ঘুম রাত
সাদা, কালো, হলুদ ফুলের এফোঁড়–ওফোঁড়
তোমাকে দেখে আজ মনে হয়েছে
তুমি যেন বাংলার ঠিক নকশিকাঁথা
কিছু ব্যক্ত কিছু অব্যক্ত কথা
সবটুকু দেখা ঠিক আমার মনে নেই
তবে চার মিনিটের চিত্রনাট্যের তুমি এক অনবদ্য মহড়া।
জানি, তুমি কবিতার স্নিগ্ধতা ভালোবাসা,
এখানে যে অট্টালিকাগুলো দাঁড়িয়ে আছে
ওরাও আমার কবিতার ভাষা বোঝে,
মাঝেমধ্যে আমিও ক্রুদ্ধ দেবতার মতো খেপে উঠি
অন্তমিলে তোমার মিল খুঁজে পাই,
ক্রমাগত হুইসেল বাজিয়ে আমি বজরা থামানোর চেষ্টা করি
অথচ আমি এক শব্দবাজ
জীবনের উল্টো পথে কি করে চলি?
সাতরং ঢেউ ডিঙিয়ে আমি গাংচিল হতে চাই
তুমি মেঘের আড়ালে লুকাবে, আর আমি তোমায় খুঁজে নেব
ক্রমে আঁধার নামবে প্রবল হাওয়ায়
মনে হবে তুমি আছ, অথচ তুমি নেই পাশে
কিছু ভালোবাসা ওভাবে ধ্বংসও হবে
কড়কড়ে রোদের কাছে,
কিছু শব্দ উড়ে যাবে তোমার লাবণ্যে
তুমি জোছনা ভালোবাসবে, কবিতা ভালোবাসবে
হেমন্ত, বসন্ত ভালোবাসবে
তুমি স্বপ্নচারিণী হবে প্রাচীন রৌদ্রে,
পৌরাণিক যেটুকু সম্ভার, তাতে তুমি বিরামহীন অন্তর নাচাবে
তুমি কবিতার কিয়দংশ হবে আর আমি শ্রাবণের বৃত্তান্ত।

*দূর পরবাসে লেখা পাঠাতে পারবেন [email protected]