তুমি আমার বিরল রত্নখনি

অলংকরণ: মাসুক হেলাল

লাল, নীল, হলুদ, সাদা, বেগুনি, এমন কত রং

এসব রং আমার হৃদয়ে ছোটাছুটি করে,

আমি টের পাই ওদের দাপাদাপি,

এই ছোটাছুটির উপসর্গগুলো তুমি এনে দিয়েছ,

যখন ওরা দাপাদাপি করে, তখন আমি তোমার ভেজা চুলের গন্ধ পাই।

তোমার যৌবনের নিষ্কলুষ ত্বক আমার আমোদ–প্রমোদের রঙিন আঙিনা।

তুমি এখনো ভালোবাসার মধ্যে অবিমিশ্র রূপ দেখিয়ে আসা–যাওয়া করো।

সময় অগাধ আমার, তাই চিন্তনে থাকে সময়ের সঙ্গে তুমি আছ নিখুঁত বিন্যাসের উপহার।

ভালোবাসার কলঙ্কিত সনদ প্রসারিত করছি মোরা, সে তো ওদের কথা,

ভালোবাসার বিশ্বাসঘাতকতার দ্রোহে হয়ে গেছি রাজা, তা ভাবিনি অযথা।

যতটুকু চোখে চোখ এককাট্টাতে প্যায়ারে প্রণয়, মোর ধনাঢ্যতা প্রবহণ হচ্ছে তথায়।

তুমি প্রেম–ভালোবাসার একটি নির্ভুল উদাহরণ, নিটোল তোমার ভাবনায়।

তুমি তো একজন সত্যিকারের ভালোবাসার সৈনিক, তুমি সৈনিকদের অগ্রণী,

আমিও একজন আস্থা স্থাপনের যোগ্য ভালোবাসা পিপাসু হয়ে আছি, সে–ই তো বলো তুমি।

তুমি আরামের কথা বলো, আবার তাপের কথাও বলো,

আমি স্বস্তি অনুভব করি, তুমি যা–ই বলো।

তোমার ভালোবাসায় আমার ভরসা নবায়ন হয়, দুঃখ–বেদনা–উদ্বেগ উপশমিত হয়,

তুমি আমার বিরল রত্নখনি,

তাই তো আমার ভালোবাসা দিয়ে

তোমার ভালোবাসা ঈর্ষান্বিতভাবে খনন করা হয়।

*দূর পরবাসে ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]