অস্ট্রেলিয়ায় এবারও দুই দিন উদ্যাপিত হচ্ছে ঈদুল ফিতর
অস্ট্রেলিয়ায় এবারও দুই দিন পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হচ্ছে। আজ সোমবার (৩১ মার্চ) অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিলের ঘোষণা অনুযায়ী, দেশটির প্রবাসী বাংলাদেশিসহ অধিকাংশ মুসলমান ঈদ উদ্যাপন করেছেন। তবে মুনসাইটিং অস্ট্রেলিয়ার চাঁদ দেখা কমিটি গতকাল রোববার রাত পর্যন্ত আকাশে চাঁদ দেখতে না পেয়ে আগামীকাল মঙ্গলবার (১ এপ্রিল) ঈদ উদ্যাপনের সিদ্ধান্ত জানিয়েছে।
আজ সোমবার সকালে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন ও পার্থের প্রধান ঈদগাহ ও মসজিদগুলোয় বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
দুই দিনে ঈদ উদ্যাপন নিয়ে অস্ট্রেলিয়ার অনেক ধর্মীয় ওলামারা বলেন, ‘দেশে চাঁদ দেখা–সংক্রান্ত দুটি পদ্ধতি চালু থাকায় এমন বিভক্তি দেখা দিয়েছে।’ সবাইকে নিজ নিজ বিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী ঈদ উদ্যাপনের আহ্বানও জানিয়েছেন তাঁরা।
প্রায় ১০ লাখ মুসলমানের বসবাস অস্ট্রেলিয়ায়। ঈদ উপলক্ষে প্রধান শহরগুলোর পার্ক ও কমিউনিটি সেন্টারে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশের আয়োজন করা হয়েছে। যদিও দেশটিতে ঈদ সরকারি ছুটির দিন নয়, তবু অনেক প্রতিষ্ঠান মুসলিম কর্মচারীদের জন্য বিশেষ ছুটির ব্যবস্থা করেছে।
গত বছরও অস্ট্রেলিয়ায় একইভাবে দুই দিন ধরে ঈদ উদ্যাপন করা হয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, চাঁদ দেখা–সংক্রান্ত ভিন্ন পদ্ধতি অনুসরণের কারণে ভবিষ্যতেও এমন পরিস্থিতি দেখা দিতে পারে।