সিডনিতে এআইইউবির ৩০ বছর পূর্তি উদ্‌যাপন

অনুষ্ঠানের একাংশ। ছবি: লেখকের পাঠানো

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ৩০ বছর পূর্তি উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হলো প্রাক্তন শিক্ষার্থীদের এক বিশেষ পুনর্মিলনী।

সম্প্রতি সিডনির একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে এআইইউবি অ্যালামনাই অস্ট্রেলিয়া। এতে সিডনি ছাড়াও মেলবোর্ন, ক্যানবেরা ও পার্থ থেকে প্রাক্তন শিক্ষার্থী, তাঁদের পরিবার ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন নাদিয়া আনোয়ার এবং প্রাক্তন উপাচার্য ও বোর্ড সদস্য কারমেন কারমেন জেড লামানিয়া।

তাঁরা বিশ্ববিদ্যালয়ের তিন দশকের পথচলা, সাফল্য ও আন্তর্জাতিক অঙ্গনে এর অবস্থান নিয়ে কথা বলেন। বক্তারা বলেন, এই বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষা নয়, ব্যক্তিত্ব, মূল্যবোধ ও পেশাদারিত্ব শেখার ক্ষেত্র হিসেবে কাজ করেছে।

আনুষ্ঠানিক বক্তব্যের পাশাপাশি অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণা, সাংস্কৃতিক পরিবেশনা, নৈশভোজ এবং অংশগ্রহণকারী প্রাক্তনদের সম্মাননা প্রদান।

অনুষ্ঠানের একাংশ। ছবি: লেখকের পাঠানো

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও প্রবাসী এআইইউবি শিক্ষার্থীদের নিয়ে নানা পেশাগত ও সামাজিক কার্যক্রম চালু রাখার পরিকল্পনা রয়েছে।

এআইইউবি অ্যালামনাই অস্ট্রেলিয়া বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের সক্রিয় একটি নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে শিক্ষাগত ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছে।