দক্ষিণ আফ্রিকায় বিক্রমপুর অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী উদ্‌যাপন

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটি সংগঠন মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী, ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসবে বক্তব্য রাখছেন প্রধান অতিথি এ জে মাহমুদ
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটি সংগঠন মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৭ মে (রোববার) জোহানেসবার্গে জু-লেক পার্কে বেলা ১১টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে প্রবাসী পরিবারের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী, শিশু, নারী ও পুরুষদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ও প্রবাসী নারীদের হাতে তৈরি পিঠা নিয়ে উৎসব।

শিশুদের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা
ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সায়েম রহমান। মামুন হাসানের উপস্থাপনায় প্রবাসীদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ জে মাহমুদ, বিশেষ অতিথি ছিলেন নাইমুল হক সরকার, আবদুল আউয়াল তানসেন। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জাকির হোসেন, কমিউনিটি ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মিরাজ মিয়া। এ সময় বক্তারা দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের সফলতার কথা উল্লেখ করে দেশের সুনাম বজায় রাখতে আসছে দিনগুলোতে সতর্ক থাকার আহ্বান জানান।

নারীদের অংশগ্রহণে বালিশখেলা প্রতিযোগিতার একাংশ
ছবি: সংগৃহীত

দিনব্যাপী অনুষ্ঠানে শিশুদের বয়সভিত্তিক দৌড় প্রতিযোগতা, নারীদের বালিশ খেলা, কিশোর ও যুবকদের হাঁড়ি ভাঙা এবং একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শেষ অংশে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটি সংগঠন মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী ও ক্রীড়া প্রতিযোগিতা ও পিঠা উৎসব অনুষ্ঠানে চার শতাধিক প্রবাসী উপস্থিত ছিলেন।